আর্কাইভ থেকে ফুটবল

১ উইকেট হাতে রেখে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ

১ উইকেট হাতে রেখে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় কেটে গেছে বাংলাদেশের। দিন শেষ মাত্র ১ উইকেট হাতে রেখে ৯ উইকেট হারিয়ে ৩১০ রান তুলতে সক্ষম হয়েছে টাইগাররা। মঙ্গলবার (২৮ নভেম্বর) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন শান্ত। ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান ভালোই শুরু করেন।  তবে এজাজ প্যাটেলের বলে দলীয় ৩৯ রানে ১২ রানেই শেষ হয় জাকিরের ইনিংস।  এরপর ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তকে নিয়ে এগিয়ে যেতে থাকেন জয়।  তবে লাঞ্চ বিরতির ঠিক আগমুহূর্তে গ্লেন ফিলিপসের ফুল টস ডেলিভারিতে ৩৫ বলে ৩৭ রান করে আউট হয়ে যান শান্তর। এরপর দ্বিতীয় সেশনে মমিনুল হককে নিয়ে একেবারে টেস্ট মেজাজে খেলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি তুলে নেন জয়।  তবে দলীয় ১৮০ রানের মাথায় গ্লেন ফিলিপসের বলে ৩৭ রান করে কট-বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন মমিনুল।  ৫ বল ব্যবধানে শতকের কাছাকছি গিয়ে ফিরে যান জয়ও। তৃতীয় সেশনে তাই দলকে টেনে তোলার দায়িত্ব ছিল অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিমের ওপর। কিন্তু সেটা না তিনি পারেননি। চা বিরতি থেকে ফিরেই উড়িয়ে মারতে গিয়েছিলেন মুশি। প্যাটেলের ফুলার লেংথের ডেলিভারি লং-অফে থাকা ফিল্ডারের মাথার ওপর দিয়ে মারতে গিয়ে ঠিকঠাক টাইমিং না হওয়ায় উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে মাত্র ১২ ফিরতে হয় তাকে। মুশির বিদায়ের পর মির্ডল-অর্ডারে নেমে মেহেদি হাসান মিরাজও ব্যক্তিগত ২০ রানে কাইল জেমিসনের বলে মিচেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর ২৪ রান করে ফিরে যান শাহাদত হোসেন। শান্ত, মুমিনুল এবং দিপুর পর ‍নুরুল হাসান সোহানকেও ২৯ রানে শেষ বিকেলে ফিরিয়েছিলেন ডানহাতি অফ-স্পিনার ফিলিপস।  এরপর ব্যাট হাতে নেমে বেশ ভালোই ব্যাটিং করছিলেন নাঈম হাসান। তবে তিন চারে ১৬ রানে নাঈমকে ফেরান জেমিসন। শেষ পর্যন্ত ১ উইকেট হাতে রেখে প্রথমদিন শেষে ৯ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১০ রান।  

এ সম্পর্কিত আরও পড়ুন ১ | উইকেট | হাতে | রেখে | প্রথম | দিন | শেষ | করলো | বাংলাদেশ