আর্কাইভ থেকে লাইফস্টাইল

কথায় কথায় মাথা গরম করে বস! ৫টি উপায় মেনে চলুন

কথায় কথায় মাথা গরম করে বস! ৫টি উপায় মেনে চলুন
বস রাগী হলে কাজ করাটা বেশ চ্যালেঞ্জিং হয়ে পরে। অফিসে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়। অনেকেই এমন পরিবেশে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করেন না। কারণ তখন বসেরে হঠাৎ রেগে যাওয়া সামাল দিতে হয়। এতে নিজের উপরও চাপ তৈরি হয়। কিছু কিছু উপায় মেনে চললে রাগী বসের সঙ্গে কাজ করা হয়তো সহজ হয়ে যাবে। স্বাভাবিক থাকতে হবে: বসের কোনো আচরণে কষ্ট পেলে নিজেকে সামলাতে হবে। আবেগপূর্ণ প্রতিক্রিয়া আসতেই পারে কিন্তু তা নিয়ন্ত্রণ করাই বুদ্ধিমানের কাজ। এতেই পেশাদারিত্ব বজায় থাকে। মাথা ঠান্ডা রাখতে হবে: বস মেজাজ হারিয়ে ফেললেও শান্ত থাকার চেষ্টা করতে হবে। এর জন্য গভীর শ্বাস নিতে হবে। সবার সামনে নিজের পেশাদার আচরণ বজায় রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই বসের সব রাগ শুধু আপনার ওপর নয়। বরং তার নিজস্ব চাপ বা সমস্যার কারণেও হতে পারে। মন দিয়ে শুনুন: বসের সঙ্গে কাজ করার সময় তার কথা মন দিয়ে শুনতে হবে। বস হতাশা বা রাগ প্রকাশ করলে তা ভালোভাবে শোনা জরুরি। এই সময় তাকে বাধা দেয়া বা তর্ক করার দরকার নেই। কারণ এতে তিনি আরও বিরক্ত হতে পারেন। পরে কথা বলুন: বস রাগী হলে সমস্যার সমাধান করতে সঠিক সময় বেছে নেয়া ভালো। কারো সঙ্গে মাথা গরম করে কথা বলতে দেখলে সেই সময় তার কাছে না যাওয়া ভালো। সমাধান খুঁজুন: সম্ভাব্য সমাধান ছাড়া সমস্যা নিয়ে বসের কাছে গেলে বেশি কথা শুনতে হতে পারে। এতে বসও সন্তুষ্ট হবেন।  বসের কাছে নিজের ভাবমূর্তি আরও সুন্দর হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন কথায় | কথায় | মাথা | গরম | করে | বস | ৫টি | উপায় | মেনে | চলুন