বিনোদন

আম্বানিদের পোষ্যর গায়েও ছিল মূল্যবান পোশাক

আম্বানিদের পোষ্যর গায়েও ছিল মূল্যবান পোশাক
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হলেও এখনো চর্চায় আছে পুরো আম্বানি পরিবারের সাজসজ্জা। বাদ যায়নি বাড়ির পোষ্যও। বিয়ের দিন বর-কনে, অর্থাৎ অনন্ত এবং রাধিকার পোশাকে তো বৈচিত্র ছিলোই। সেই সঙ্গে পরিবারের প্রতিটি সদস্য, বরযাত্রীর সাজ ছিল চোখে পড়ার মতো। অম্বানী বাড়ির বিয়ে বলে কথা! তবে হাজার হাজার অতিথির মাঝে সকলের নজর গিয়েছিল অনন্তের পোষ্য সারমেয় ‘হ্যাপি’র দিকে। তার পরনেও ছিল মূল্যবান পোশাক! মূল অনুষ্ঠানের দিন আম্বানী পরিবারের প্রত্যেকের সাজ ছিল চোখে পড়ার মতো। নীতার বড় পুত্রবধূ শ্লোকাও নিজের বিয়ের লেহঙ্গাটি নতুন করে সাজিয়ে তুলেছিলেন। কন্যা ঈশার ফ্যাশন নিয়েও যথেষ্ট চর্চা হয়। আর সেই বাড়ির পোষ্যের পোশাক নিয়ে চর্চা হবে না, তা কী করে হয়? অনন্তের বিয়ের দিন তাঁর পোষ্য গোল্ডেন রিট্রিভার জাতের সারমেয় ‘হ্যাপি’র পরনে ছিল উজ্জ্বল লাল রঙের পোশাক। তার উপর সোনালি রঙের নকশা। ‘গোল্ড প্লেটিং’ বা সোনার জল করা পোশাকটির দাম কোটি টাকারও বেশি। এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন আম্বানিদের | পোষ্যর | গায়েও | ছিল | মূল্যবান | পোশাক