আর্কাইভ থেকে দেশজুড়ে

পদ্মায় নৌ পুলিশের অভিযান, আটক ৭

পদ্মায় নৌ পুলিশের অভিযান, আটক ৭
ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জালসহ সাত জেলেকে আটক করেছে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ি। রোববার (১৬ অক্টোবর) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত পদ্মা নদীতে এ অভিযান চলে। এর নেতৃত্বে ছিলেন ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার সময় ৫০ লক্ষ মিটার কারেন্ট জাল ও প্রায় ৪০ কেজি ইলিশ মাছসহ ৭ জেলেকে আটক করা হয়। পরে জব্দকৃত ইলিশ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় এবং কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়। কুতুবপুর নৌ পুলিশ-ফাঁড়ির ইনচার্জ মো. মোমিনুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর থেকে পদ্মা নদীর নৌ-সীমানায় নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, তার জন্য নৌ-পুলিশ, থানা পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষনিক টহল দিয়ে যাচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঢাকা অঞ্চলের নৌ-পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, গত ৭ তারিখ থেকে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত রাতেও অভিযান পরিচালনা করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও পড়ুন পদ্মায় | নৌ | পুলিশের | অভিযান | আটক | ৭