আর্কাইভ থেকে দেশজুড়ে

ছিনতাকারীর কবলে এসি ল্যান্ড

ছিনতাকারীর কবলে এসি ল্যান্ড
সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু বক্কর সিদ্দিক (৩৪)। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সাভার মডেল থানার ওসি (তদন্ত) মো: মোমেনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার দিবাগত রাতে সাভারের এর আগে সোমবার দিবাগত রাতে সাভারের সিঅ্যান্ডবি এলাকার ফুটওভার ব্রিজে এ ঘটনা ঘটে। আহত আবু বক্কর সিদ্দিক টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাকুড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। সাভার মডেল থানার ওসি জানান, এ ঘটনায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের উদ্বৃতি দিয়ে পুলিশ জানিয়েছে, সাভারের সিএনবি এলাকায় শীতকাল এলেই সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে সার্ভে এন্ড সেটেলমেন্ট বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সেখানে তিনি প্রশিক্ষণ নিতে আসেন। সোমবার (১৪ নভেম্বর) গভীর রাতে তিনি ব্যক্তিগত কাজে ঢাকা থেকে সাভারে প্রশিক্ষণ ক্যাম্পে ফিরছিলেন। ফুটওভারব্রিজের উপর দিয়ে আসার সময় পাঁচ থেকে ছয়জন ছিনতাইকারী তার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। একপর্যায়ে তিনি নিজেকে এসি ল্যান্ড পরিচয় দিলে অস্ত্রধারী ছিনতাইকারীরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে সাথে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল কর্তৃপক্ষ তার অবস্থা আশঙ্কাজনক দেখে আইসিউতে পাঠায়। স্থানীয়রা জানায়, ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে আইল্যান্ড দেয়ায় ছিনতাইকারীদের সংখ্যা বেড়ে গেছে। রাতের আধারে ছিনতাইকারীরা ফুটওভার ব্রীজের উপরে ওৎ পেতে থাকে। রাতে কোন ব্যক্তি ওভার ব্রীজের উপরে উঠলেই ছিনতাইয়ের কবলে পড়ে মুল্যবান জিনিসপত্র লুটের পাশাপাশি হারাচ্ছে জীবনও। এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে ও ছিনতাকারীদের আটকের চেষ্টা চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ছিনতাকারীর | কবলে | এসি | ল্যান্ড