আর্কাইভ থেকে জাতীয়

কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে: ইসি সচিব

কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে: ইসি সচিব

উৎসবহীন প্রথম দফা ইউনিয়ন পরিষদ ভোট। ঘটেছে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা। ভোলার চরফ্যাশনে সংঘর্ষ ও গোলাগুলিতে প্রাণ গেছে একজনের। সংঘর্ষ হয়েছে বরিশাল, পটুয়াখালী, গাজীপুরেও। এতে আহত হয়েছে অন্তত ২০ জন।

ভোট শেষে সোমবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে ইসি সচিব হুমায়ূন কবির খোন্দকার জানান, কিছু অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।

নির্বাচন কমিশন সচিব বলেন, প্রার্থীদের নিজেদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় দুটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই মৃত্যুর দায় প্রার্থীদের।

প্রথম দফায় ৩৭৩ ইউনিয়নের তফসিল ঘোষণা হলেও করোনা পরিস্থিতে ১৬৩টি স্থগিত হওয়ায় শেষ পর্যন্ত ভোট হয়েছে ২০৪টি ইউনিয়নে। ২৮ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা জিতেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পাশাপাশি আজ ভোট হয়েছে লক্ষ্মীপুর-২ আসন এবং ঝালকাঠি ও সেতাবগঞ্জ পৌরসভায়।

করোনা সংক্রমণের ঝুঁকি রোধে বাড়তি সতকর্ততার কথা বলা হলেও স্বাস্থ্যবিধির বালাই নেই বেশিরভাগ জায়গায়।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন কিছু | অপ্রীতিকর | ঘটনা | ছাড়া | নির্বাচন | সুষ্ঠু | হয়েছে | ইসি | সচিব