আর্কাইভ থেকে ইউরোপ

সেনা সদস্যের বুক কেটে সরানো হলো অবিস্ফোরিত গ্রেনেড

সেনা সদস্যের বুক কেটে সরানো হলো অবিস্ফোরিত গ্রেনেড
অপ্রতাশিতভাবে এক সেনা সদস্যের বুকের মধ্যে ঢুকে যায় একটি গ্রেনেড। এরপরই দেখা দেয় বিপত্তি। ওই সেনা সদস্যের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে এক্সরের একটি রিপোর্টে সেনা সদস্যের বুকের মধ্যে অবিস্ফোরিত গ্রেডেনের ছবি দেখা যাচ্ছে। দুজন সেনাবাহিনীর সহযোগিতায় ওই সেনা সদস্যের বুক থেকে গ্রেনেডটি অপসারণ করা হয়েছে। এখন তিনি কিছুটা সুস্থ। গ্রেনেডটি ৪ সেন্টিমিটার লম্বা। এটি লঞ্চারের মাধ্যমে নিক্ষেপ করা হয়। অপারেশন করার পর মেজর জেনারেল অ্যানড্রিল ভারবা বলেন, এ ধরনের ঘটনা খুবই বিরল। তবে কীভাবে বুকে গ্রেনেড ঢুকেছে সে সম্পর্কে বিস্তারিত কিছুই বলা হয়নি। বলা হয়েছে রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটে। কোথায় অভিযান পরিচালনা করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলা হয়, ইলেকট্রোকোয়াগুলেশন পদ্ধতি ব্যবহার না করে সাধারণ পদ্ধতিতে গ্রেনেডটি অপসারণ করা হয়েছে। কারণ এধরনের গ্রেডেন যেকোনো সময় বিস্ফোরিত হওয়ার সম্ভাবনা থাকে।

এ সম্পর্কিত আরও পড়ুন সেনা | সদস্যের | বুক | কেটে | সরানো | হলো | অবিস্ফোরিত | গ্রেনেড