আর্কাইভ থেকে বলিউড

সিদ্ধার্থ-কিয়ারা বিয়ের জন্য কতটি পোশাক বানিয়েছেন

সিদ্ধার্থ-কিয়ারা বিয়ের জন্য কতটি পোশাক বানিয়েছেন
নজর এখন জয়সলমেরের বিয়েবাড়িতে। সূর্যগড় প্রাসাদে, যেখানে বিয়ে করতে চলেছেন সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আদবানী। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে গোপনীয়তা রক্ষা করেই চার হাত এক হবে ‘শেরশাহ’ জুটির। অতিথিদের জন্য থাকছে এলাহী ব্যবস্থা, তবে মোবাইল ফোন বা ক্যামেরায় ছবি তোলা নিষিদ্ধ। কোনও সাংবাদিকও ভেতরে থাকছেন না। যার ফলে ছবি বা খবরাখবর পেতে অপেক্ষা ছাড়া গতি নেই। জানা গেছে, চমকপ্রদ কিছু তথ্য। সূর্যগড় প্রাসাদে এক-একটি সুইটের ভাড়া দেড় লাখ টাকা থেকে শুরু। অতিথিদের জন্য থাকছে স্পা এবং অন্যান্য বিলাসের ব্যবস্থা। বহুমূল্য গাড়িতে চেপে জঙ্গলসাফারিও সিড-কিয়ারার বিয়েতে যোগ দেওয়ার ক্ষেত্রে অন্যতম আকর্ষণ হতে পারে। তবে এ সব ছাড়াও যা নিয়ে কৌতূহল থাকে, তা হল বর-কনের পোশাক। কী রঙের কেমন পোশাকে সাজছেন হবু দম্পতি? ঘনিষ্ঠ সূত্রে খবর, তারকা পোশাকশিল্পী মনীষ মলহোত্র ১৫০টি পোশাক বানিয়েছেন কিয়ারা এবং সিদ্ধার্থের জন্য। বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ৪ জানুয়ারি থেকে। গায়ে হলুদ, মেহেন্দি থেকে শুরু করে সঙ্গীত— সব অনুষ্ঠান পঞ্জাবি ঐতিহ্য মেনেই চলছে। এক এক বার এক এক রকম পোশাকে দেখা যাবে বর-কনেকে। সে সবই যে মনীষের শিল্পকর্ম তা এখন প্রকাশ্যে। পোশাকশিল্পী আগেই পৌঁছে গেছেন বিয়েবাড়িতে।

এ সম্পর্কিত আরও পড়ুন সিদ্ধার্থকিয়ারা | বিয়ের | জন্য | কতটি | পোশাক | বানিয়েছেন