আর্কাইভ থেকে ফুটবল

রোববার ক্যাম্প ন্যুতে সংবাদ সম্মেলন করবেন মেসি

রোববার ক্যাম্প ন্যুতে সংবাদ সম্মেলন করবেন মেসি

২১ বছরের এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি এসেছে গত বৃহস্পতিবার। ৯০ শব্দের এক বিবৃতিতে লিওনেল মেসিকে বিদায় জানিয়েছে কাতালান ক্লাব বার্সেলোনা। হুট করে আসা এই সিদ্ধান্তে স্তব্ধ বার্সা সমর্থকরা। তবে লা লিগার নানান নিয়মনীতির জটিলতায় অনাকাঙ্ক্ষিত এই সমাপ্তিকেই মেনে নিতে হচ্ছে সকলকে।
 
যদিও বা এই সম্পর্কে এখনো মুখ খোলেননি মেসি নিজে। আর্জেন্টাইন এই তারকা নিজের বেড়ে ওঠার ক্লাবকে বিদায় জানাতে যাচ্ছেন আনুষ্ঠানিকভাবে। এই নিয়ে ইতিমধ্যে এক সংবাদ সম্মেলনও ডাকা হয়েছে। যেখানে বার্সেলোনা অধ্যায় সমাপ্তি নিয়ে কথা বলবেন ক্লাবটির ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার।

রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় আনুষ্ঠানিকভাবে বার্সেলোনাকে বিদায় জানাবেন মেসি। ন্যু ক্যাম্পে এ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে উপস্থিত হবেন বর্তমান সময়ের সেরা এই ফুটবলার। সেখানেই তিনি সতীর্থ, কোচ এবং ক্লাব কর্মকর্তাদের কাছ থেকে বিদায় নেবেন। 

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে আসবেন মেসি। এর কিছুক্ষণ বাদেই হুয়ান গাম্পার ট্রফিতে জুভেন্টাসের মুখোমুখি হবে বার্সেলোনা। তবে এই ম্যাচে ক্লাবের ১০ নাম্বার জার্সিটা কেউ গায়ে জড়াবে না। 

কোথায় পাড়ি জমাবেন মেসি? তা নিয়ে এখনো ধোঁয়াশা ফুটবলবিশ্বে। তবে ধারণা করা হচ্ছে, প্যারিসের ক্লাব পিএসজি হতে যাচ্ছে ৬ বারের ব্যালন জয়ীর নতুন গন্তব্য। যেখানে এক কালের সতীর্থ নেইমারের সঙ্গে একই জার্সি পরে খেলবেন তিনি। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন রোববার | ক্যাম্প | ন্যুতে | সংবাদ | সম্মেলন | করবেন | মেসি