আর্কাইভ থেকে বাংলাদেশ

জাতীয় পার্টির নতুন মহাসচিব চুন্নু

জাতীয় পার্টির নতুন মহাসচিব চুন্নু

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব হলেন দলটির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু।

আজ শনিবার (৯ অক্টোবর) জাতীয় পার্টির বনানী কার্যালয়ের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

গেলো ২ অক্টোবর জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুর পর পদটি শূন্য ছিল।

মুজিবুল হক চুন্নু ১৯৮৬ সালে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন ও ১৯৮৮ সালে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। মহাজোট প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৩ আসন থেকে ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন তিনি। এরপর ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ী হন।

সর্বশেষ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মহাজোট থেকে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

এছাড়া তিনি বাংলাদেশ সরকারের তৃতীয় মন্ত্রিসভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন জাতীয় | পার্টির | নতুন | মহাসচিব | চুন্নু