আর্কাইভ থেকে ক্রিকেট

বিশ্বচ্যাম্পিয়নদের উড়িয়ে যে ইতিহাস গড়লো টাইগাররা

বিশ্বচ্যাম্পিয়নদের উড়িয়ে যে ইতিহাস গড়লো টাইগাররা
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংলিশদের দেওয়া ১৫৬ রানের বিপক্ষে খেলতে নেমে হেসে খেলে জয় তুলে নিল টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংলিশদের দেওয়া ১৫৬ রানের বিপক্ষে খেলতে নেমে হেসে খেলে জয় তুলে নিল টাইগাররা। সেই সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারানোর আনন্দ পেল সাকিব আল হাসানের দল। বাংলাদেশের দুই ওপেনার রনি তালুকদার ও লিটন কুমার দাশ শুরুটা দারুণ করলেও ৩৩ রানের মাথায় ভেঙ্গে যায় সেই জুটি। দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। ৩০ বলে ৮ টি বাউন্ডারিতে ৫১ রানের ঝড় তুলে দলের জয়ের পথ সহজ করে দেন নাজমুল হোসেন শান্ত। শেষ সময় এসে বাকি পথটা সহজেই পারি দেন অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার খেলেন ২৪ বলে ৩৪ রানের দৃষ্টিনন্দন এক ইনিংস।  দুই ওভার ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। এর আগে আজ বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। শুরুতে ব্যাট করতে নেমে ঝড় শুরু করে ইংল্যান্ডের দুই ওপেনার জস বাটলার ও ফিলপ সল্ট। সেই ঝড়ে আঘাত হানেন টাইগার স্পিনার নাসুম আহমেদ। দশম ওভারের শেষ বলে  ৩৮ করা ফিলিপ সল্টকে ফিয়ে দেন তিনি। সল্টের আউটের পর ক্রিজে আসা ডেভিড মালান টিকতে পারেননি বেশিক্ষণ। টাইগার অধিনায়ক সাকিবের বলে মাত্র ৪ রান করে ফিরে যান তিনি। পর পর দুই উইকেট পরে গেলেও ব্যাট হাতে অবিচল ছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তবে অর্ধশতক তুলে ব্যক্তিগত ৬৭ রানে হাসান মাহমুদের শিকার হন তিনি। এর আগে ২০ রান করে মুস্তাফিজের বলে বোল্ট হন বেন ডকেট। জস বাটলারের উইকেটের পর শেষ দিকে এসে ইংল্যান্ডের কোন ব্যাটার তেমন রান সংগ্রহ করতে পারেনি। শেষ পর্যন্ত ১৫৬ রানে থামে ইংলিশদের ইনিংস। বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ নেন সর্বচ্চো ২ উইকেট।  

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বচ্যাম্পিয়নদের | উড়িয়ে | ইতিহাস | গড়লো | টাইগাররা