টাকার অভাবে মায়ানমারে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়ন মেয়েদের অলিম্পিক বাছাইয়ে পাঠাতে পারেনি বাফুফে। গণমাধ্যমে সেই খবর প্রকাশের পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়ে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। কিছুদিন আগে এ ব্যাপারে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতিকে কটাক্ষ করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
সালাউদ্দিন বলেন, ‘সবার ব্যক্তিত্ব তো এক না। আমি তো লোক দেখিয়ে বলব না, এই প্রধানমন্ত্রী ফোন দিয়েছে। আমি ওই রকম না। আমি ফুটবল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। আমি ওই নাটক করতে পারব না। আমি প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করি। আমি লোক দেখাতে পারব না।’
এবার শুক্রবার ঢাকা টেস্ট শেষে সালাউদ্দিনকে কড়া জবাব দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মিরপুর শেরেবাংলায় সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে মেয়েরা অলিম্পিক বাছাইয়ে যেতে পারল না। তাও মাত্র ২০ লাখ টাকার জন্য। আপনারা জানেন, বিশ্বাস করেন আমি কারও সাথে এটা বলিনি। বললে আমাদের ক্রিকেটাররাই তো দিত। এত গোপনে জিনিসটা করেছে, যে প্রসেসে করেছে তা খুব দুঃখজনক।’
পাপন কৌশলী হয়ে সালাউদ্দীনকে কটাক্ষ করে পাপনও বলেন, টাকা কোথায় গেছে সেই প্রশ্ন করাতেই খেপেছেন সালাউদ্দিন। বিসিবি সভাপতি বলেন, ‘আমার মনে হয় সমস্যাটা আপনাদের। আপনারা এত বাজে প্রশ্ন করলেন কেন। আপনারা হিসাব চাচ্ছেন, টাকা কী করছে। এমন প্রশ্ন জিজ্ঞেস করতে যান কেন। এটা করলে তো উনার মাথা খারাপ হবে, এটা সবাই জানেন। এমন প্রশ্ন করেন কেন? করলে মাথা ঠিক থাকবে?’
তিনি আরও বলেন, ‘আমাদের ক্রিকেট বোর্ডে, ফুটবল বোর্ডে যে সমস্ত পরিচালকরা আছে, তারা ২০ লাখ টাকা দিতে পারবে না? তাদের অনেকের দৈনিক খরচই তো ২০ লাখ টাকা। দেশের জন্য এর চেয়ে বড় বদনাম আর কিছু হয় না। আমরা বলছি আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা বলছি যে মাত্র ২০ লাখ টাকার জন্য আমাদের মেয়েরা খেলতে যেতে পারল না। এর চেয়ে লজ্জার বিষয় আর হয় না। এদের সাথে কথা বলার প্রশ্নই ওঠে না।’