আর্কাইভ থেকে ক্রিকেট

বাফুফে ইস্যুতে যা বললেন পাপন

বাফুফে ইস্যুতে যা বললেন পাপন
বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে আর্থিক অনিয়মের অভিযোগে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এরপর থেকে তাঁকে নিয়ে বিভিন্ন মহল থেকে চলছে না সমালোচনা। এববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছেও এ ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। তবে কোনো মন্তব্যই করেননি বিসিবি বস। সোমবার মিরপুরর শেরে-ই বাংলায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় পাপন বলে দেন, ‘নো কমেন্ট।’ এরপর তিনি আরও বলেন, ‘ক্রিকেটের বাইরে কোনো বিষয়ে ইন্টারেস্ট নাই।’ পাপন বলেন, ‘আমি নিশ্চিত ফেডারেশনে যারা আছে, আমাদের স্পোর্টস মিনিস্ট্রি ডেফিনিটলি তারা এটা নিয়ে দেখছে। টু আর্লি এটা নিয়ে কমেন্ট করা।’ এর আগে বাফুফে ইস্যুতে কথা বলেছিলেন পাপন। সে বিষয়ে তিনি বলেন, 'আমার সেদিনের জবাবটা ছিল, ক্ষোভ থেকে। অনেকে মনে করে আমাকে নিয়ে কিছু বলেছিল সেটা না, মূল ক্ষোভ ছিল মেয়েরা যেতে না পারার বিষয়টি নিয়ে। এটা শেষ। ওখানে কী হচ্ছে যেহেতু আমি জানি না। এটা নিয়ে কথা বলতে হলে জানতে হবে, দেখতে হবে। সেটির সময়ও আমার নেই।'

এ সম্পর্কিত আরও পড়ুন বাফুফে | ইস্যুতে | পাপন