আর্কাইভ থেকে বাংলাদেশ

রাজশাহীর পদ্মায় গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহীর পদ্মায় গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু
রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত ‍শিক্ষার্থীর নাম মাহিম রহমান (১৭)। নিহত মাহিম রাজশাহী নগরীর কাজল  সুইটের মোড় এলাকার মুশফিকুর রহমানের ছেলে। মাহিম রাজশাহীর বিনোদপুর এলাকার কমেলা হক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। বুধবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে রাজশাহী নগরীর কাজলার ফুলতলা  পদ্মা নদী থেকে মাহিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজশাহী সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লতিফুর বারি জানান, আজ দুপুর দেড়টার দিকে মাহিম, সিথিল, আবিরসহ কয়েকজন বন্ধু নগরীর ফুলতলা এলাকায়  পদ্মা নদীতে গোসল করতে যায়। তাদের মধ্যে মাহিম সাঁতার জানতেন না। গোসলের এক পর্যায়ে মাহিম পানিতে তলিয়ে যায়। এ সময় তার  বন্ধুরা চেষ্টা করেও তাকে পানি থেকে তুলতে পারেনি। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাহিমের মরদেহ উদ্ধার করে। নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা মাহিমের মরদেহ উদ্ধার করেছে। এই বিষয়ে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন রাজশাহীর | পদ্মায় | গোসলে | নেমে | শিক্ষার্থীর | মৃত্যু