আর্কাইভ থেকে বলিউড

প্রিয়াঙ্কার বোনের বাগদানে এলাহি কাণ্ড

প্রিয়াঙ্কার বোনের বাগদানে এলাহি কাণ্ড
আজ শনিবার পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার আংটিবদল। সেজে উঠেছে আপ নেতার সরকারি বাংলো। অতিথিদের জন্য সাজানো থাকবে বিশেষ মেনু। জনসমক্ষে একাধিক বার তাঁদের এক সঙ্গে দেখা গেলেও নিজেদের প্রেম নিয়ে এতো দিন মুখে কুলুপ এঁটেছিলেন পরিণীতি ও রাঘব। মুম্বাইয়ের রেস্তরাঁ থেকে বিমানবন্দর, সর্বত্র এক সঙ্গে ধরা দিয়েছেন চর্চিত যুগল। তবে বাগ্‌দান ও বিয়ে নিয়ে এখনও পর্যন্ত টুঁ শব্দটি করেননি কেউই। ব্যক্তিগত পরিসরেই নিজেদের সম্পর্ককে উদ্‌যাপন করতে আগ্রহী পরিণীতি ও রাঘব। তাই বাগ্‌দানের অনুষ্ঠানেও রয়েছে কড়াকড়ি। অনুষ্ঠানে ঢোকার আগে অতিথিদের মোবাইল জমা নেওয়া হয়েছে বলে খবর। শিখ রীতি মেনে প্রার্থনাসঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা হতে চলেছে বলে খবর। অতিথিদের জন্য থাকছে হরেক রকমের কবাব ও ভেগান খাবারের এলাহি আয়োজন। মধ্যাহ্নভোজের পাশাপাশি রাখা হচ্ছে নৈশভোজের ব্যবস্থা। ইন্ডিয়া টুডে সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অতিথিদের জন্য আমিষ ও নিরামিষ দুই ধরনের খাবারের ব্যবস্থা থাকছে। আমিষের মধ্যে বিভিন্ন ধরনের কাবাবের প্ল্যাটার সাজানো থাকবে। নিরামিষভোজীদের জন্য স্টার্টারের ব্যবস্থা বেশ ভালই থাকছে। শোনা যাচ্ছে, প্রায় ১৫০ জন অতিথি উপস্থিত থাকবেন রাঘনীতির (রাঘব ও পরিণীতি) বাগদানের অনুষ্ঠানে। এঁদের মধ্যে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মণীশ মালহোত্রা, করণ জোহর, টেনিস তারকা সানিয়া মির্জার মতো ব্যক্তিত্ব। তাই আয়োজকরা খাবারের দিক থেকে খুবই সচেতন থাকছেন। পরিণীতির বাগ্‌দানের জন্য শনিবার সকালেই আমেরিকা থেকে দিল্লিতে এসে পৌঁছেছেন প্রিয়াঙ্কা। সদ্য অ্যালবাম মুক্তি ও কনসার্ট ট্যুরের জন্য তাঁর সঙ্গে আসতে পারেননি নিক জোনাস। তবে বোনের বাগ্‌দানের অনুষ্ঠানের জন্য বেশ উৎসাহী প্রিয়াঙ্কা।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রিয়াঙ্কার | বোনের | বাগদানে | এলাহি | কাণ্ড