আর্কাইভ থেকে বাংলাদেশ

মার্চ-এপ্রিলে বাড়তে পারে সংক্রমণ- শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের

মার্চ-এপ্রিলে বাড়তে পারে সংক্রমণ- শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের

চলতি বছরের মার্চ-এপ্রিলে আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। এ আশঙ্কা থেকে এ মাসের মধ্যেই হাসপাতালগুলোকে পুরোপুরি প্রস্তুত করার লক্ষ্য নিয়ে অধিদফতর কাজ করছে বলে জানালেন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি হেলথ) অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।  

সোমবার (৩ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ রিপোর্টার্স ফোরামের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ে অধিদফতরের মহাপরিচালক (ডিজি হেলথ) অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম  আরো জানান, এখন পর্যন্ত করোনাভাইরাসের সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

তিনি আরো বলেন, আসছে মার্চ-এপ্রিলে সংক্রমণ আবার বাড়তে পারে। সেই আশঙ্কা মাথায় রেখে আমরা জেলা পর্যায়ের হাসপাতালগুলোকে প্রস্তুত করতে কাজ করছি। জানুয়ারির মধ্যেই হাসপাতালগুলোকে প্রস্তুত করার লক্ষ্য রয়েছে।

মুক্তা মাহমুদ 

এ সম্পর্কিত আরও পড়ুন মার্চএপ্রিলে | বাড়তে | পারে | সংক্রমণ | শঙ্কা | স্বাস্থ্য | অধিদপ্তরের