আর্কাইভ থেকে বাংলাদেশ

বিএনপির পদ খোয়ালেন তৈমুর আলম খন্দকার

বিএনপির পদ খোয়ালেন তৈমুর আলম খন্দকার

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, 'নির্দেশিত হয়ে জানাচ্ছি যে, মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের পদ থেকে আপনাকে প্রত্যাহার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।'

এর আগে গত ২৬ ডিসেম্বর তাকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছিল।

১৬ জানুয়ারি অনু‌ষ্ঠিত হ‌তে যা‌চ্ছে তৃ‌তীয়বা‌রের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার স্বতন্ত্র মেয়রপ্রার্থী হিসেবে হাতি প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। এরমধ্যে ২ লাখ ৫৯ হাজার ৮৩৯ জন পুরুষ ভোটার ও ২ লাখ ৫৭ হাজার ৫১৭ জন নারী ভোটার রয়েছে। ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

নির্বাচন দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে প্রচার-প্রচারণা। পোস্টা‌রে পোস্টারে ছেয়ে গেছে নগরী।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন বিএনপির | পদ | খোয়ালেন | তৈমুর | আলম | খন্দকার