আর্কাইভ থেকে বাংলাদেশ

জোহানেসবার্গ টেস্টে নেই কোহলি, টস জিতে ব্যাট করছে ভারত

জোহানেসবার্গ টেস্টে নেই কোহলি, টস জিতে ব্যাট করছে ভারত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ঘোষিত প্লেয়িং ১২ সদস্যের স্কোয়াডে নেই রিবাট কোহলি। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারের হাতে বিসিসিআইয়ের সেই কাগজ তুলে দিলেন অধিনায়ক লোকেশ রাহুল। জ্বল্পনা বাড়লো তখনই। বিরাট কোহলি কোথায়? 

পরে জানা গেলো, ইনজুরিতে আক্রান্ত হয়েছেন বিরাট। যে কারণে তিনি জোহানেসবার্গ টেস্টে খেলতে পারছেন না তিনি। জোহানেসবার্গে টসের পর ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল কোহলির দলে না থাকার কারণ জানান। বিরাটের পিঠের উপরের দিকে টান লেগেছে। তাই তিনি খেলতে নামেননি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লোকেশ রাহুল। ওই টেস্ট বিশ্রামে ছিলেন কোহলি। পরের ম্যাচেই ফিরে নেতৃত্ব দিয়েছিলেন ম্যান ইন ব্লুদের।
 
দক্ষিণ আফ্রিকা সিরিজেও সেঞ্চুরিয়নে দলকে নেতৃত্ব দেন কোহলি এবং বিরল এক জয় এনে দেন ভারতকে। কারণ  সেঞ্চুরিয়নে এর আগে কখনো জয় পায়নি ভারতীয়রা।

জোহানেসবার্গ টেস্ট খেললে কোহলির নামের পাশে লেখা হতো ৯৯তম টেস্ট। সিরিজের শেষ ম্যাচটি হতো তার শততম টেস্ট। কিন্তু ইনজুরির কারণে শততম টেস্ট খেলতে কোহলিকে অপেক্ষা করতে হবে পরের সিরিজ পর্যন্ত।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন জোহানেসবার্গ | টেস্টে | নেই | কোহলি | টস | জিতে | ব্যাট | করছে | ভারত