আর্কাইভ থেকে বাংলাদেশ

বিধিনিষেধ প্রতিপালনে বিআরটিএ’র ৯ ভ্রাম্যমাণ আদালত

বিধিনিষেধ প্রতিপালনে বিআরটিএ’র ৯ ভ্রাম্যমাণ আদালত

গণপরিবহনে নতুন বিধিনিষেধ প্রতিপালিত হচ্ছে কি না সেটি তদরকি করতে রাজধানীসহ চট্টগ্রামে ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে বিআরটিএ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে এসব টিম।

বিআরটিএ জানিয়েছে, শনিবার (১৫ জানুয়ারি) রাজধানীতে ঢাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাতটি টিম মাঠে নেমেছে। আর বাকি দুটি টিম বন্দরনগরী চট্টগ্রামে অভিযানে নেমেছে।

রাজধানীর মহাখালী, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট, মিরপুর, উত্তরা, সায়েদাবাদ, শ্যামপুর, মতিঝিল, টেকনিক্যাল মোড়, মাজার রোড, বাড্ডা, মালিবাগ এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসব গাড়ি দাঁড়িয়ে যাত্রী নিচ্ছে এবং যেসব যাত্রী মাস্ক পরিধান করেননি তাদের ভ্রাম্যমাণ আদালতে বিচার করা হচ্ছে।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রাজধানীতে অভিযানে নেমেছেন। সড়কে চলাচলরত জনগণ যারা স্বাস্থ্যবিধি মানছেন না তাদের স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করছেন। রিকশায় চলাচলরত মাস্কবিহীন যাত্রীদের ধরে মাস্ক পড়তে বাধ্য করা হচ্ছে এবং একইসঙ্গে জরিমানা করা হচ্ছে।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন বিধিনিষেধ | প্রতিপালনে | বিআরটিএর | ৯ | ভ্রাম্যমাণ | আদালত