শেষ দুই দল হিসেবে আফ্রিকা কাপ অফ নেশন্স (আফকন) টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে মিশর ও সেনেগাল। পিছিয়ে পড়েও মরক্কোকে ২-১ গোল ব্যবধানে হারিয়েছে মোহামেদ সালাহর দল। আর ইকুয়াটরিয়াল গিনির বিপক্ষে সেনেগালের জয় ৩-১ গোলে।
ম্যাচের শুরুতে মরক্কোর বিপক্ষে আধিপত্য ছিলো সাতবারের আফ্রিকা সেরা মিশরের। তবে স্রোতের বিপরীতে পেনাল্টি থেকে এগিয়ে যায় দ্বিতীয়বারের মত সেমিফাইনালের স্বপ্ন দেখা মরক্কো।
৬ মিনিটে স্কোরার সোফিয়ান বাওফেল।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে সমতায় ফেরান লিভারপুল তারকা মোহামেদ সালাহ। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে সালাহ’র অ্যাসিস্টে দলের জয় নিশ্চিত করেন ট্রেজেগুয়েট। ১৪ গোলের ৯টিতে অবদান রেখে মিশরকে আরো একবার শেষ চারে তোলেন সালাহ।
অন্য কোয়ার্টার ফাইনালে কখনোই শিরোপা জিততে না পারা সেনেগালের কাছে পাত্তা পায়নি ইকুয়াটরিয়াল গিনি। দিয়েধিউ, কোইয়াতে ও সার দলের বড় জয় নিশ্চিত করেন। গিনির পক্ষে এক গোল শোধ দেন বুইলা স্যাম। শেষ চারে আফ্রিকার দেশ গুলোর মধ্যে সর্বোচ্চ ২০ র্যাংক ধারী সেনেগালের প্রতিপক্ষ বুরকিনা ফাসো।
হাসিব মোহাম্মদ