তাকে ঘিরে বিতর্ক কম নয়। কখনও নিজের পোশাক নির্বাচনের মাধ্যমে, কখনও আবার নিজের বেফাঁস মন্তব্যে। আর এভাবেই কোনও না কোনও বিতর্ক সৃষ্টি করেন ‘বিগ বস’ খ্যাত উরফি জাভেদ। সমালোচনার ঝড় বয়ে যায় সমাজমাধ্যমের পাতায়। তবে নিজের সাহসী মনোভাবের জন্য কম প্রশংসাও অর্জন করেননি উরফি।
বিশেষত, বিনোদন জগতের মতো সৌন্দর্যপ্রধান দুনিয়ায় কসমেটিক সার্জারির মতো বিষয় নিয়ে খোলামেলা ভাবে কথা বলার কারণে দরাজ গলায় উরফির স্তুতি করেছেন নেটাগরিকরা। কয়েক সপ্তাহ আগে চোখের তলায় কালশিটে নিয়েই ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন উরফি। এবার তারকার ঘাড়ে দেখা গেল কলার।
সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, নিজের গলা ও ঘাড় কলারে ঢেকেছেন উরফি। কেন? তারকা জানান, ঘাড়ে চোট পেয়েছেন তিনি। সেই যন্ত্রণার উপশম করতেই নাকি কলার পরেছেন তিনি। উরফির কথায়, ‘‘সবাই তো ভাবছে, এটা আমার আউটফিটেরই অঙ্গ!’’ আঘাত বা চোটের কারণে বাইরে বেরোবেন না, তেমন তারকা নন উরফি। বরং, আঘাতের দাগ যে ভীষণই সাধারণ একটা বিষয়, সে কথা বোঝাতেই জনসমক্ষে নিজেকে তুলে ধরেন তিনি।
কয়েক সপ্তাহ আগে এক কেতাদুরস্ত পোশাকে সেজে বেরিয়েছিলেন উরফি। তার চোখের তলায় স্পষ্ট দেখা যাচ্ছিল দগদগে ক্ষত। চোখের তলায় কালচে ছোপ পড়ার কারণে একাধিক বার সমালোচনার মুখে পড়তে হয়েছিল উরফিকে। সেই কারণের চোখের নীচে কারসাজি করিয়েছিলেন তিনি। তবে সেই অস্ত্রোপচারেই হিতে বিপরীত হয়েছে। চোখের তলায় দগদগে ক্ষত তৈরি হয়েছে তার। সেই ক্ষতই নাকি এখনও সারেনি তারকার, জানান তারকা। গত জুলাই মাসে নিজের একাধিক ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে ঘটনার কথা জানিয়েছিলেন টেলিতারকা নিজেই। প্রথমে সেই কালশিটে দাগ, এবার ঘাড়ে আঘাত। কবে সুস্থ হয়ে উঠবেন উরফি? সেই চিন্তায় আছে তার অনুরাগীরা।
এ সম্পর্কিত আরও পড়ুননবরাত্রির | উৎসবে | এ | কেমন | সাজ | উরফির