শুক্রবার নয়, ‘টাইগার ৩’র মুক্তির তারিখ ১২ নভেম্বর পড়েছে রোববার। একদিকে কালীপুজো, অন্যদিকে দিওয়ালি। ভরপুর উৎসবের মেজাজ। টিকিটের চাহিদাও তুঙ্গে। সেকথা মাথায় রেখেই সকাল সাতটার শো রাখা হয় বলে খবর। আর তাতে বেশ লাভই হচ্ছে। মনীশ শর্মার পরিচালনায় ‘টাইগার ৩’ ছবিতে অভিনয় করেছেন সালমান। ক্যাটরিনা-ইমরান ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আশুতোষ রাণা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা। ছবিতে ‘পাঠান’ শাহরুখ খানকেও দেখা যাবে। শোনা গিয়েছে, শাহরুখ-সালমানের অ্যাকশন দৃশ্যটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ছবিতে নাকি হৃতিক রোশনকেও দেখা যাবে।#Xclusiv… ‘TIGER 3’ AT NATIONAL CHAINS… Tickets sold for Sun [Day 1]…#Tiger3 advance bookings start off on a thunderous note. ⭐️ #PVRInox: 20,000 ⭐️ #Cinepolis: 3,800 ⭐️ Total: 23,800 🔥🔥🔥 pic.twitter.com/4IHKvNPz7c
— taran adarsh (@taran_adarsh) November 5, 2023