ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবন্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতবিরোধ চরমে পৌঁছেছে। নেতানিয়াহুর একটি বক্তব্যকে ঘিরে এই মতবিরোধের শুরু।
গাজায় গত ৭ অক্টোবর থেকে সামরিক অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। মার্কিন কর্মকর্তারা যুদ্ধবিরতির জন্য সম্ভাব্য চুক্তির ব্যাপারে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে সোমবার(২৬ ফেব্রুয়ারি) সতর্কবাণী উচ্চারণ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘ইসরায়েল সরকার যদি তাদের এই কট্টর অবস্থান থেকে সরে না আসে তাহলে বৈশ্বিক সমর্থন হারাতে হতে পারে তাদের।’
জো বাইডেনের এই বক্তব্যের একদিন পরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করে বলেন, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলের পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে।
সম্প্রতি পরিচালিত হার্ভার্ড-হ্যারিস জরিপের কথা উল্লেখ করে মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘ ওই জরিপ অনুযায়ী ৮০ শতাংশের বেশি আমেরিকান নাগরিক গাজা সংঘাতে ইসরায়েলকে সমর্থন করে।’ শুধু তাই নয়, বেনিয়ামিন নেতানিয়াহু আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রতি এই ব্যাপক জনসমর্থন তাদের হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই করতে অনুপ্রাণিত করবে।’
তবে অ্যাসোসিয়েটেড প্রেস এবং নর্ক পরিচালিত আরেকটি জরিপে অবশ্য নেতানিয়াহুর দাবির বিপরীত চিত্র দেখা গেছে। ওই জরিপ অনুযায়ী, জানুয়ারিতে প্রায় অর্ধেক মার্কিনি মনে করছেন, ইসরায়েল বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। গত নভেম্বরে এই হার ছিল ৪০ শতাংশ। অর্থাৎ, একই রকম অভিমত পোষণকারীর সংখ্যা বেড়েছে গত দুই মাসে।
এদিকে, আসছে সোমবারের মধ্যে গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যকার যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অস্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে মঙ্গলবার হোয়াইট হাউজ এবং স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আলোচনার বিষয়বস্তু বা সম্ভাব্য সময়সীমা সম্পর্কে বিশদে জানাতে রাজি হননি তারা।
হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি গণমাধ্যমকে জানিয়েছেন, জিম্মিদের গাজা থেকে মুক্ত করে আনা এবং মানবিক সহায়তার অনুমতি দিতে একটি চুক্তিতে পৌঁছাতে গত সপ্তাহে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
কিরবি আরও বলেন, যুদ্ধে ছয় সপ্তাহের একটা বিরতির পাওয়া যাবে বলে আশা করছেন তারা। আগের বিরতিগুলোর তুলনায় সময়টা বেশ দীর্ঘ।
তিনি বলেন, ‘এটি আগামীতে আরও কোন কার্যকর পথের সন্ধান দিতে পারে। যার ফলে হয়তো সংঘাত অবসানের একটি উপায় মিলে যাবে।