ক্রিকেট

টেস্টে প্রথম পেসার হিসেবে অ্যান্ডারসনের ৭০০ উইকেট

টেস্টে প্রথম পেসার হিসেবে অ্যান্ডারসনের ৭০০ উইকেট
ইতিহাসে প্রথম পেস বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট পেয়েছেন জেমস অ্যান্ডারসন। আজ শনিবার ভারতের বিপক্ষে ধর্মশালা টেস্টের তৃতীয় দিন কুলদীপ যাদবকে আউট করে এ মাইলফলক স্পর্শ করলেন ইতিহাসের সফলতম এই ইংলিশ পেসার। ৬৯৮ উইকেট নিয়ে ধর্মশালা টেস্ট খেলতে নেমেছিলেন অ্যান্ডারসন। গতকাল দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে শুবমান গিলকে বোল্ড করে পৌঁছে যান ৬৯৯ উইকেটে।  তৃতীয় দিনে কুলদীপকে আউট করে নিজের ৭০০তম উইকেটটি নেন ইংলিশ পেসার। টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেটের ক্লাবে প্রথম নাম লেখান প্রয়াত কিংবদন্তি ওয়ার্ন। ২০০৬ সালে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে এই কীর্তি গড়েন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার।  ওয়ার্নের ৭০০ উইকেটের ক্লাবে মুরালিধরন যোগ দেন পরের বছরের জুলাইয়ে।  লঙ্কান স্পিনার এই মাইলফলক ছুঁয়েছেন দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে।  মুরালির সেই কীর্তি গড়ার প্রায় ১৭ বছর পর টেস্ট ক্রিকেটের ৭০০ উইকেট ক্লাব তৃতীয় সদস্য হলেন অ্যান্ডারসন।    

এ সম্পর্কিত আরও পড়ুন টেস্টে | প্রথম | পেসার | হিসেবে | অ্যান্ডারসনের | ৭০০ | উইকেট