আর্কাইভ থেকে বাংলাদেশ

মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

সাবেক কূটনীতিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সচিব  ও বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদের (৭৯) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গেলো সোমবার (২০ জুন) সন্ধ্যা ৭টায় রাজধানীর উত্তরায় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন মহিউদ্দিন আহমেদ। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও লিভার জটিলতায় ভুগছিলেন।

এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ইউরোপের পাকিস্তান দূতাবাসগুলোতে কর্মরত বাঙালি কূটনীতিকদের মধ্যে মহিউদ্দিন আহমেদ প্রথম পক্ষ ত্যাগ করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন।

‘১৯৭১ সালে তিনি লন্ডনের পাকিস্তান হাইকমিশনের দ্বিতীয় সচিবের পদ ছেড়ে দিয়ে যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের পক্ষে সার্বক্ষণিক কাজ করেছেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জানা গেছে, মহিউদ্দিন আহমেদের মরদেহ মঙ্গলবার তার গ্রামের বাড়ি ফেনীতে নেয়া হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।

মির্জা রুমন

এ সম্পর্কিত আরও পড়ুন মহিউদ্দিন | আহমেদের | মৃত্যুতে | প্রধানমন্ত্রীর | শোক | প্রকাশ