আর্কাইভ থেকে বাংলাদেশ

পদ্মা সেতু রুটে ফরিদপুর-ঢাকা বাস চলাচল শুরু

পদ্মা সেতু রুটে ফরিদপুর-ঢাকা বাস চলাচল শুরু

আজ ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সকালে ৬টায় ফরিদপুর পৌর বাস টার্মিনাল থেকে একটি বাস যাত্রী নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ডের উদ্দেশে ছেড়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করেন করিম গ্রুপের মালিকানাধীন গোল্ডেন লাইন পরিবহনের ব্যবস্থাপক মো. ইমরান হোসেন।

তিনি বলেন, ফরিদপুর থেকে এই পরিবহন কোম্পানির ৩০টি বাস ঢাকা যাতায়াতের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমতি দিয়েছে। এর মধ্যে থেকে প্রথম পর্যায়ে ১০টি বাস পদ্মা সেতু হয়ে ঢাকায় যাওয়ার অনুমতি পায়। এক্ষেত্রে ভাড়া আপাতত ৩৫০ টাকা করে নেয়া হবে। পরে প্রয়োজন হলে এ ব্যাপারে সমন্বয় করা হবে।

তিনি আরও বলেন, ফরিদপুরে বেশ কয়েকটি পরিবহনের বাস ঢাকা-গাবতলী পথে ফেরি পারাপারে চলাচল করলেও শুধু গোল্ডেন লাইন পরিবহনের বাস ভাঙ্গা এক্সপ্রেস মহাসড়ক হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা যাওয়ার অনুমতি পেয়েছে।

গোল্ডেন লাইনের ফরিদপুর কাউন্টারের ব্যবস্থাপক অরুণ সাহা বলেন, আমাদের ইচ্ছা এবং ফরিদপুরের যাত্রীদের আকাঙ্ক্ষা ছিল পদ্মা সেতু সর্বসাধারণের জন্য খোলার দিনে বাস চলাচল শুরু করার। কিন্তু অনুমোদন না পাওয়ায় পদ্মা সেতু দিয়ে বাস চলাচল শুরুর দুই দিন পর তা শুরু করতে পেরেছি।

টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন পদ্মা | সেতু | রুটে | ফরিদপুরঢাকা | বাস | চলাচল | শুরু