আর্জেন্টিনার বিশ্বকাপের জার্সি ফাঁস হয়ে গিয়েছিল আগেই। এবার কাতার বিশ্বকাপের চার মাস আগে ব্রাজিলের বিশ্বকাপ জার্সির নকশাও বেরিয়ে এসেছে আন্তর্জালে।
যদিও ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এখনো কোনও দল তাদের জার্সি উন্মোচন করেনি। চলতি মাসে দলগুলো তাদের নতুন ডিজাইনের জার্সি প্রকাশ করার কথা আছে।
আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোতে প্রতিটি দল প্রথমবারের মতো গায়ে চড়াবে তাদের নতুন ডিজাইনের বিশ্বকাপের জার্সির।
এর আগে আর্জেন্টিনার জার্সিও ফাঁস হয়ে গিয়েছিল একই উপায়ে। লিওনেল মেসিদের বিশ্বকাপ জার্সির ছবি যারা প্রকাশ করেছিল, সেই ফুটি হেডলাইন্সই নেইমারদের গোপনীয় জার্সির ছবি প্রকাশ করেছে।
ব্রাজিলের বিশ্বকাপ জার্সি তৈরি করেছে জনপ্রিয় ক্রীড়া সরঞ্জামাদি তৈরির প্রতিষ্ঠান নাইকি।
এর আগে আর্জেন্টিনার জার্সিও ফাঁস হয়ে গিয়েছিল একই উপায়ে। লিওনেল মেসিদের বিশ্বকাপ জার্সির ছবি যারা প্রকাশ করেছিল, সেই ফুটি হেডলাইন্সই নেইমারদের গোপনীয় জার্সির ছবি প্রকাশ করেছে।