ক্রিকেট

ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন রিকি পন্টিং

ভারতের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন রিকি পন্টিং
ভারতের প্রধান কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন রিকি পন্টিং। তবে এই দায়িত্ব নেওয়ার জন্য এখনো প্রস্তুত নন এই সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক। বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে। তিনি আবারও ভারতের কোচ হিসেবে আসবেন, এমন সম্ভাবনা আর নেই। পন্টিং জাতীয় দলের কোচ হতে চান, এ ব্যাপারে কোনো প্রশ্ন নেই। যা তিনি নিজেই স্বীকার করেছেন। তবে সময়টা তার জন্য খুব একটা পক্ষে নেই। আইসিসি রিভিউ'তে কথা বলতে গিয়ে এসব জানিয়েছেন তিনি। পন্টিং বলেন, "আমি জাতীয় দলের সিনিয়র কোচ হতে বেশ পছন্দ করবো। তবে আরো অনেক জিনিস আমার জীবনে আছে আর কিছু সময় বাড়িতে দিতে চাই। সবাই জানে আপনি যদি ভারতীয় দলের দায়িত্ব নেন, আপনি আইপিএলে যুক্ত থাকতে পারবেন না। এসবের বাইরে যেয়েই দায়িত্ব নিতে হতো আমাকে।" "এটাও একটা বিষয় যে, জাতীয় দলের কোচের দায়িত্ব বছরে ১০ অথবা ১১ মাসের চাকরি। তাই আমি যতই এটা করতে চাই, আমার জীবন-যাত্রার সাথে তা এখনো মেলে না, যা আমি এখন করে আনন্দ পাচ্ছি।" সবমিলিয়ে পন্টিং ভারতীয় কোচের দায়িত্ব নিচ্ছেন না আপাতত। এদিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) গৌতম গম্ভীরের সাথেও প্রধান কোচ হওয়ার ব্যাপারে কথা বলেছে বলে জানা যায়। এই তালিকায় স্টিফেন ফ্লেমিং ও জাস্টিন ল্যাঙ্গারের নামও শোনা গেছে। প্রধান কোচের জন্য বিসিসিআই'তে আবেদনের সময়সীমা আগামী মে মাসের ২৭ তারিখ পর্যন্ত।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতের | কোচ | হওয়ার | প্রস্তাব | পেয়েছেন | রিকি | পন্টিং