লিগ ওয়ানের নতুন মৌসুমে পিএসজির শুরুটা দুর্দান্ত ছিল। শনিবার (১৪ জুলাই) ঘরের মাঠে মোঁপিলিয়েকে ৫-২ গোলে হারিয়েছে তারা। পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে নেইমারের জোড়া গোলে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই।
চলতি মৌসুমে দুর্দান্ত পারফর্ম্যান্স দিয়ে যেন পিএসজিকে নিজের গুরুত্বটা বুঝিয়ে দিলেন নেইমার। নিবেদন নিয়ে প্রশ্ন উঠছিল তার, গুঞ্জন ছিল তাকে ছেড়েই দিতে চায় প্যারিসিয়ানরা। আগের ম্যাচে করেছিলেন এক গোল, সতীর্থদের দিয়ে করিয়েছিলেন আরও তিনটি। গেলো রাতে মঁপেলিয়ের বিপক্ষেও ফর্মটা ধরে রাখলেন, করলেন জোড়া গোল। তাতেই পিএসজি পেল ৫-২ ব্যবধানের বিশাল জয়।
নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে শুরু থেকেই বলের দখলে আধিপত্য ছিল তাদের। তবে ফিনিশিংয়ের দূর্বলতায় ক্রিস্তোফ গালতিয়েরের শিষ্যদের গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৩৯ মিনিট পর্যন্ত।
মঁপেলিয়ের চোয়ালবদ্ধ রক্ষণ ভাঙে নিজেদের দোষেই। এমবাপের নিচু ক্রস নিজেদের জালে জড়িয়ে দেন সাকো৷ স্বস্তির গোলটা পায় পিএসজি। স্বাগতিকদের পরের গোলটার 'অবদানও' সাকোরই। বক্সে তার হ্যান্ডবলের কারণেই পেনাল্টি পায় পিএসজি। গোলরক্ষক অমলিনকে বোকা বানিয়ে গোল করেন নেইমার।
তৃতীয় গোলটা বিরতির পরেই পায় পিএসজি৷ নেইমারের পায়ে আসে বল, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও কোনো ভুল করেননি।
এরপর সেই ব্যবধান কিছুটা কমিয়ে দেয় ওয়াহবি খাজ্রি। মোঁপিলিয়ের হয়ে একটি গোল পরিশোধ করেন তিনি। তবে এই ব্যবধান ১০ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি তারা। ৬৯ মিনিটে এমবাপ্পের গোলে ব্যবধান গিয়ে দাঁড়ায় ৪-১ এ।
খেলার শেষ দিকে রেনাতো সানচেজের গোলে ৫-১ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। তবে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় মোঁপিলিয়ের। কিন্তু হারের ব্যবধান কমা ছাড়া এতে তেমন একটা লাভ হয়নি। শেষ পর্যন্ত ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা