ক্রিকেট

চোটের কারণে 'দ্য হানড্রেড' থেকে ছিটকে গেলেন বাটলার

চোটের কারণে 'দ্য হানড্রেড' থেকে ছিটকে গেলেন বাটলার
ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’ থেকে পায়ের মাসলে চোট পেয়ে ছিটকে গেছেন জস বাটলার। ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে প্রথম তিন ম্যাচই মিস করেছেন বাটলার। ইংল্যান্ড দলের সাদা বলের অধিনায়ক বাটলার। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কিছুটা বিরতি দিয়েছিলেন তিনি। ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্ট খেলার জন্য প্রস্তুতিও সারছিলেন তিনি। সম্প্রতি স্ক্যান করা হয় তার চোটাক্রান্ত স্থানে। এরপর বলা হয়েছিল, টুর্নামেন্টের অন্তত শেষদিকে খেলতে পারেন তিনি। শনিবার (৩ আগস্ট) নিশ্চিত হওয়া গেছে পুরো টুর্নামেন্টই খেলা হচ্ছে না বাটলারের। কি নিশ্চিত করেছেন, ম্যাথু মট সরে গেলেও ইংল্যান্ড দলের সাদা বলের অধিনায়ক হিসেবে থাকছেন বাটলার। বর্তমানে ইংল্যান্ডের কোচ হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছেন সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে ইংল্যান্ড। সেই সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ থেকেই খেলার কথা রয়েছে বাটলারের। বাটলার সম্প্রতি পায়ের মাসলে বেশ কয়েকবার চোট পান। দুই বছর আগে স্ট্রেইন ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে ৭ টি টি-টোয়েন্টি ম্যাচ মিস করেন বাটলার। এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন চোটের | কারণে | দ্য | হানড্রেড | ছিটকে | গেলেন | বাটলার