নিজ বাড়িতে দুষ্কৃতিকারীদের হাতে আহত সাইফ আলী খানকে ওই দিন রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার শারীরিক অবস্থা ভালোর দিকে। একটু একটু করে সুস্থ হচ্ছেন অভিনেতা। ভয়ঙ্কর বিপদ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে ঠিকই, তবে আপাতত তিনি বিপদমুক্ত। জানিয়েছে লীলাবতী হাসপাতাল। এরই মধ্যে সামাজিকমাধ্যমে ভাইরাল তার হাসপাতালের বিল। এক্স মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি, তার চিকিৎসায় এখনই ৩৬ লাখ টাকা খরচ হয়েছে। যার অনেকটাই তিনি অগ্রিম পেয়েছেন মেডিক্যাল ইনস্যুরেন্স সংস্থা থেকে।
সাইফের ৩৬ লাখ টাকার একটি স্বাস্থ্যবিমা রয়েছে। তার মধ্যে হাসপাতালের জন্য ইতোমধ্যেই ২৫ লাখ টাকা মঞ্জুর করেছে বিমা কোম্পানিটি। সেখান থেকে জানা যাচ্ছে, আগামী ২১ জানুয়ারি সাইফকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।
৫৪ বছর বয়সী অভিনেতা বর্তমানে বান্দ্রার লীলাবতী হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের স্যুটে রয়েছেন। ১৬ জানুয়ারি ভর্তি হয়েছেন তিনি। তার শরীরময় গভীর ক্ষত। ৬ টি ক্ষতের মধ্যে কয়েকটি আঘাত বেশ গভীর।
বিষয়টি নিয়ে একটি বিবৃতি জারি করেছে সংশ্লিষ্ট নিভা বুপা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি। সেই বিবৃতিতে লেখা হয়েছে, ‘সাইফ আলি খান আমাদের গ্রাহক। যে অঙ্কের টাকা চাওয়া হয়েছিল, প্রাথমিক পর্যায়ে আমরা আংশিক অর্থ অনুমোদন করেছি। সম্পূর্ণ চিকিৎসা সম্পন্ন হলে বাকিটাও দিয়ে দেয়া হবে। এই কঠিন সময়ে আমরা সাইফ এবং তার পরিবারের সঙ্গেই রয়েছি।’
তবে এই নথি প্রকাশ্যে আসার পর, অভিনেতার নিরাপত্তা নিয়ে অনেকেই সামাজিমাধ্যমে দুশ্চিন্তা প্রকাশ করেছেন।
জেএইচ