আফগানিস্তান ক্রিকেটের সদস্যপদ স্থগিত এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে দলটিকে নিষিদ্ধ করার দাবি তুলেছে হিউম্যান রাইটস ওয়াচ। এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বরাবর একটি চিঠি দিয়েছে সংস্থাটি।
হিউম্যান রাইটস ওয়াচ একটি স্বাধীন ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থা। যারা বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সহযোগিতা করে থাকে।
তালেবানশাসিত আফগানিস্তানের ব্যাপারে আপত্তি তুলেছে আন্তর্জাতিক এনজিও সংস্থাটি। তারা আইসিসি চেয়ারম্যান জয় শাহ’র উদ্দেশে একটি চিঠি দিয়েছে। এই চিঠির বিষয় লেখা হয়েছে: আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে স্থগিত করা এবং মানবাধিকার নীতি বাস্তবায়ন।
আইসিসিকে দেওয়া ইমেইলে লেখা হয়েছে, আমরা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কে তালেবানশাসিত আফগানিস্তানের সদস্যপদ স্থগিত করা এবং দেশটি আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করার অনুরোধ জানাচ্ছি। যতক্ষণ না নারী ও মেয়েরা আবারও শিক্ষা এবং খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ পায়, ততদিন এই পদক্ষেপ গ্রহণ করা উচিত। পাশাপাশি, আইসিসির প্রতি আমাদের আহ্বান, যেন তারা জাতিসংঘের ব্যবসা ও মানবাধিকার নির্দেশিকা অনুসরণ করে মানবাধিকার নীতিমালা বাস্তবায়ন করে।
মেইলে আরও লেখা হয়েছে, ২০২১ সালের আগস্টে পুনরায় ক্ষমতায় আসার পর তালেবানরা মেয়েদের ওপর নানা বিধিনিষেধ আরোপ করেছে, যা তাদের মৌলিক অধিকারের চর্চা থেকে বিরত রাখতে বাধ্য করেছে। এসব বিধিনিষেধের মধ্যে রয়েছে মতপ্রকাশ ও চলাফেরার স্বাধীনতা হরণ, অনেক ধরনের চাকরিতে নিষেধাজ্ঞা এবং ৬ষ্ঠ শ্রেণির উপরে পড়াশোনা বন্ধ রাখা। এর ফলে, নারী ও মেয়েদের জীবনযাত্রা, জীবিকা, আশ্রয়, স্বাস্থ্যসেবা, খাদ্য এবং পানীয়সহ প্রায় সব ধরনের অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এখানে আরো উল্লেখ করা হয়েছে, ২০২১ সাল থেকে আফগানিস্তান নারী দলকে অর্থ দেওয়া স্থগিত করা হয়। তবে পুরুষ দল অর্থনৈতিক ও অবকাঠামোগত সহায়তা পাচ্ছে। এটি আইসিসির বৈষম্যবিরোধী নীতির লঙ্ঘণ হিসেবে মেইলে বলা হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচের দেওয়া মেইলটিতে এ সম্পর্কিত আরও একাধিক বিষয়ের উল্লেখ রয়েছে।
এমএইচ//