আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন তিনি। কেবল ওয়ানডে ক্রিকেট খেলে যাচ্ছিলেন। এবার ওয়ানডে সংস্করণকেও বিদায় বললেন তিনি।
বুধবার (১২ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন মাহমুদউল্লাহ।
মাহমুদউল্লাহ রিয়াদ ইংরেজি ভাষায় একটি বিদায়ী বার্তা লিখেছেন। যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়:
''সব প্রশংসা আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সমস্ত সতীর্থ, কোচ এবং বিশেষভাবে আমার ফ্যানদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সবসময় সমর্থন করেছেন। আমার পিতামাতা, শ্বশুর-শাশুড়ি, বিশেষত আমার শ্বশুর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদ উল্লাহর প্রতি ধন্যবাদ জানাই, যিনি ছোটবেলা থেকেই আমার কোচ ও পরামর্শদাতা হিসেবে সবসময় আমার পাশে ছিলেন। আর শেষে, আমার স্ত্রী ও সন্তানদের ধন্যবাদ জানাই, যারা কঠিন সময়েও আমার শক্তির উৎস ছিলেন। আমি জানি রাইদ আমাকে লাল ও সবুজ জার্সিতে মিস করবে। সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, কিন্তু তোমাকে হ্যাঁ বলতে হয় এবং এগিয়ে যেতে হয়। শান্তি... আলহামদুলিল্লাহ। আমার দলের এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য শুভকামনা।''
শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে ২০০৭ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় মাহমুদউল্লাহর। গত ২৪ ফেব্রুয়ারি, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচটি খেলেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্ট খেলে ২০২১ সালে সাদা পোশাককে বিদায় জানান মাহমুদউল্লাহ। এরপর ২০২৪ সালের অক্টোবরে হায়দ্রাবাদে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলে সংক্ষিপ্ত সংস্করণ থেকে সরে দাঁড়ান।
এমএইচ//