আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের ঘটনাবলী নিয়ে বাংলাদেশের মন্তব্য প্রত্যাখান করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

ওয়াক্ফ আইন ঘিরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সংগঠিত ঘটনাবলী নিয়ে বাংলাদেশের মন্তব্যকে প্রত্যাখান করেছে ভারত। শুক্রবার (১৮ এপ্রিল) সাংবাদিকদের প্রশ্নে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।   

রণধীর জয়সওয়াল বলেন, 'বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর চলমান সহিংসতা নিয়ে ভারতের উদ্বেগের সঙ্গে তুলনা করাটা একটি ছদ্মবেশী ও ছলনাপূর্ণ প্রচেষ্টা, যেখানে এ ধরনের অপরাধ করার পরেও দায়ীরা এখনও মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। 

'অযৌক্তিক মন্তব্য করা এবং নৈতিকতা প্রদশর্নের পরিবর্তে বাংলাদেশের উচিত নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করা।'  

উল্লেখ্য, গেলো সপ্তাহে মুসলিম-অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন নিয়ে বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে। এসব বিক্ষোভে অগ্নিসংযোগ, ইটপাটকেল নিক্ষেপ ও রাস্তা অবরোধের ঘটনা ঘটে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্তে সহিংসতায় বাংলাদেশি দুর্বৃত্তদের জড়িত থাকার ইঙ্গিত দেওয়া হয়। 

এ অভিযোগের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মুর্শিদাবাদের সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর ভারতীয় প্রচেষ্টার তীব্র প্রতিবাদ জানায় এবং প্রতিবেশী দেশটিকে সেখানকার সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীকে 'সম্পূর্ণ সুরক্ষা' দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

 

এনএস/ 

    

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন পশ্চিমবঙ্গের | ঘটনাবলী | নিয়ে | বাংলাদেশের | মন্তব্য | প্রত্যাখান | করলো | ভারত |