জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাতিল করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামের দুটি নতুন বিভাগ গঠন করেছে সরকার। তবে এই পরিবর্তনে রাজস্ব সংগ্রহে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (১৩ মে) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন,
উপদেষ্টা বলেন, সার্বিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রাজস্ব আদায় কমবে না। অন্তত গেল বছরের চেয়ে কম আদায় হবে না।
তিনি বলেন, ‘বিশ্বজুড়েই রাজস্ব নীতিমালা এবং এর ব্যবস্থাপনা আলাদা দুটি ইউনিট হিসেবে কাজ করে। এতে রাজস্ব কর্মকর্তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। অধ্যাদেশটি ভালোভাবে দেখলে বিষয়টি পরিষ্কার বোঝা যাবে।’
আসন্ন বাজেট নিয়ে ড. সালেহউদ্দিন বলেন, ‘ঋণ নিয়ে বড় প্রকল্পে যাওয়ার চিন্তা নেই। ব্যাংক থেকে ঋণ বা টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়নের করবো না। বাজেট ছোট হবে নাকি বড়, সেটি সময় এলেই জানা যাবে।’
এর আগে, সরকার সোমবার (১২ মে) রাতে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে নতুন অধ্যাদেশ জারি করে। তবে এই সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেছেন অনেক কর্মকর্তা। তাদের দাবি, আইএমএফের শর্ত পূরণ করতে গিয়ে আয়কর ও কাস্টমস ক্যাডারের মতামত উপেক্ষা করা হয়েছে।
নতুন অধ্যাদেশ অনুযায়ী, এনবিআরের বর্তমান জনবল রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে যাবে। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী কিছু কর্মকর্তাকে রাজস্ব নীতি বিভাগে নিয়োগ দেওয়া যাবে। অন্যদিকে, বিলুপ্ত অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জনবল সরাসরি রাজস্ব নীতি বিভাগে যুক্ত করা হবে।
এমএ//