চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। এর আগে,বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ে ২ নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে পূর্বদিকে রেলগেট পর্যন্ত রাস্তার উভয় পাশে ১৪৪ ধারা জারি করেন হাটহাজারী উপজেলা প্রশাসন।
রোববার (৩১ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে ঘটনাস্থলে আসে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা।
যৌথ বাহিনী আসতে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা জানান, আজ সকাল থেকেই স্থানীয় বাসিন্দারা তাদের ওপর হামলা চালাচ্ছে। ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীদের বাসায় বাসায় আক্রমণের ঘটনা ঘটেছে। পরে দুপুর ১২টার দিকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমাঝোতা করতে গেলে প্রক্টর ও উপউপাচার্য প্রশাসন আহত হন। শিক্ষার্থীদের পাশে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না। তারা ৪টার দিকে এসেছে। তারা যদি আরও আগে আসতো, তাহলে অনেক শিক্ষার্থী আহত হতো না। এর দায় সরকারকে নিতে হবে।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের সবার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।
দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগে বিশ্ববিদ্যালয়ের তিনটি বাসে করে আহত শিক্ষার্থীদের নিয়ে আসা হয়।
আই/এ