রাজধানী

২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল ছাত্র-জনতা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তারে কী অগ্রগতি হয়েছে, তা জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্র-জনতা। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না এলে তাদের পদত্যাগের দাবি জানানো হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত সমাবেশ থেকে এই আল্টিমেটাম ঘোষণা করে কর্মসূচি শেষ করে ইনকিলাব মঞ্চ। সমাবেশে সমাপনী বক্তব্য দেন সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা শেষে শাহবাগে এই জমায়েত শুরু হয়। বিক্ষোভের কারণে শাহবাগ মোড় দিয়ে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে।

সমাবেশ চলাকালে বিক্ষোভকারীরা নানা স্লোগান দেন। বিকেলে শাহবাগের সড়কেই আসরের নামাজ আদায় করেন তারা।

সমাপনী বক্তব্যে আবদুল্লাহ আল জাবের বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টাকে জনসমক্ষে এসে জানাতে হবে—হত্যাকাণ্ডের তদন্তে গত এক সপ্তাহে তারা কী পদক্ষেপ নিয়েছেন। 

তিনি বলেন, এই জবাব দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হবে। একই সঙ্গে সামরিক ও বেসামরিক গোয়েন্দা সংস্থার ভেতরে লুকিয়ে থাকা অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।

সবাইকে সাময়িকভাবে ঘরে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আজকের কর্মসূচি এখানেই শেষ হলেও আন্দোলন শেষ হয়নি। আগামীকাল বিকেল সোয়া পাঁচটার মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তা না আসে, তাহলে আবার শাহবাগে ফিরে আসা হবে।

এর আগে আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে এবং ওসমান হাদির হত্যাকে আড়াল করতেই বিভিন্ন জায়গায় নাশকতার চেষ্টা হচ্ছে। 

তিনি বলেন, খুনিদের গ্রেপ্তারই তাদের একমাত্র দাবি, এর বাইরে কোনো আলোচনায় তারা যাবে না।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কেউ যেন পরিস্থিতি অস্থিতিশীল করার সুযোগ না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

সমাবেশ শেষে অনেক বিক্ষোভকারী কিছু সময় শাহবাগে অবস্থান করলেও বিকেল সাড়ে পাঁচটার পর সীমিত আকারে যান চলাচল শুরু হয়। সন্ধ্যা ছয়টার দিকে আন্দোলনকারীরা সরে গেলে শাহবাগ মোড়ে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #হাদি #ওসমান হাদি #ইনকিলাব মঞ্চ