বিএনপি মানুষের রক্ত চুষে খেয়েছে। হত্যা ও রক্ত ছাড়া কিছু দিতে পারেনি তারা। আওয়ামী লীগ দিয়েছে উন্নয়ন। ব্যাংকগুলোতে টাকা নেই এ অভিযোগ মিথ্যা। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত জনসভার ভাষণে তিনি এ কথা বলেন। এর আগে একই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে যশোর মতিউর রহমান বিমানঘাঁটিতে পৌঁছান।
প্রধানমন্ত্রী বলেন, বিচার পাওয়ার অধিকার আমার ছিল না। বাবা-মা-ভাই-বোন সবাইকে হারিয়েছি। তারপরও এ বাংলায় ফিরে এসেছি। বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই ছিল আমার লক্ষ্য।
শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া এতিমের টাকা মেরে দিয়েছে। সে এখন সাজাপ্রাপ্ত। একজন সাজা প্রাপ্ত নেতা কী দিতে পারে?
তিনি বলেন, সবার কাছে আগে মোবাইল ফোন ছিলো না। আওয়ামী লীগ সরকার প্রতিটি মানুষের হাতে মোবাইল তুলে দিয়েছে। বিএনপি ক্ষমতায় থাকতে কী দিয়েছে দিয়েছে? হত্যা আর খুন দিয়েছে।
শেখ হাসিনা বলেন, সরকার সবার আয়ের পথ তৈরি করে দিয়েছে। সবাই কিছু না কিছু করতে পারবে সেই সুযোগটা আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে আমরা করে দিয়েছি।
তিনি আরও বলেন, পদ্মা সেতু হওয়ার পর এর সুবিধা পাচ্ছে যশোর অঞ্চল। প্রথম বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র খুলনায় করে দিয়েছিলাম৷ যার সুবিধা খুলনাবাসীও পাচ্ছে।
বাংলাদেশ যেন পৃথিবীর বুকে সম্মান নিয়ে চলতে পারে, আজকে বাংলাদেশকে আমরা সেইভাবে উন্নয়ন করেছি। ২০০৮ সালে নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিলাম, রূপকল্প ২০২১ এর মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত করবো। আজকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছি, বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ। বাংলাদেশের রাস্তাঘাট, পুল-ব্রিজ আমরা করে দিচ্ছি।