আর্কাইভ থেকে ফুটবল

মেসির সমালোচনায় তসলিমা নাসরিন

মেসির সমালোচনায় তসলিমা নাসরিন
পোল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধের শ্রেয়তর দল আলবিসেলেস্তেরা বড় সুযোগটা পেয়েছিল পেনাল্টিতে। মেসি যে সেটাই মিস করে বসেছেন! তাতে যা হওয়ার তা-ই হয়েছে। পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা প্রথমার্ধে গোল পায়নি। যদিও বিরতির পর ২-০ গোলে জিতে মেসির দল। মেসির পেলান্টি মিস মেনে নিতে পারেনি কেউ। যদি এ ম্যাসে আর্জেন্টিনা হারতো তালে এর দায় এড়াতে পারতেন না মেসি। এবার মেসির এ পেলান্টি মিস নিয়ে মুখ খুললেন আলোচিত লেখিকা তসলিমা নাসরিন। তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এ লেখিকা। এর পাল্টাপাল্টি জবাবও এসেছে। পাঠকের জন্য তা তুলে ধরা হলো- মনে হচ্ছে ওই পেনাল্টি কিকগুলো আমি হলেও মিস করতাম না। কিন্তু মিস করলেন মেসি। পুরোই মেস। কোনও মানে হয়? বিশ্বকাপে তিনটে পেনাল্টি কিকের মধ্যে দুটোই মিস করলেন মেসি। আর এঁকে নিয়ে লোকের ম্যাডনেসের সীমা নেই। শুনেছি খেলতে গিয়ে এ পর্যন্ত ২৯টা নাকি ৩১টা পেনাল্টি উনি মিস করেছেন। উফ! ভাবা যায়? তসলিমার এ স্ট্যাটাসের জবাবে Kanchan Poddar লিখেছেন- তাতে কি? পেলে, মারাদোনা ও মিস করেছে তাই বলে আমি মেসি কে সমর্থন করছি না। আগেরদিন মেসি কে মাঠে দেখে মনে হচ্ছিল কেন নামায় সারা সময় ঘুরে গেল। হটাত একটা গোল । ওই গোল টার জন্যই মাঠে রেখেছিল। কোনা দিয়ে ঢুকে গেল গোলে। বুঝলাম অইজন্যই মাঠে রাখে মেসি কে। আর মেসি বল পেলে বক্স এর মধ্যে একটা বিপদ সৃষ্টি করে দেয়, আর ডিফেন্স চিরে একটা পাস দেয়। আমি মেসি ভক্ত না। পেলে ঠিকই বলেছিল "ও তো এক পায়ের প্লেয়ার। " মারাদনার সাথে কোন তুলনাই হয় না। আগের মত রনাডিনহো, রিভাল্ডো, রনাল্ডো, কাকা প্রভৃতি অনেকে মিলে যে সব টিম ছিল, প্লেয়ার ছিল, জিদান, রবিন, গুলিত, বাস্তেন, , কোথায় সব? খেলার মান অনেক পড়ে গেছে। এইটা আমার মত। এইটা নিয়ে কেউ তর্ক করবেন না। তার আলাদা মত থাকতেই পারে। এর জবাবে তসলিমা লিখেন- এ আমারও কথা। দুর্দান্ত খেলা আর দেখতে পাচ্ছি না। সব ম্যাড়ম্যাড়ে। পেলের সেই মাঠের এ মাথা থেকে কেড়ি কেটে কেটে ও মাথায় বল নিয়ে যাওয়া, আহ! ব্রাজিলের সান্টোসে গিয়ে সে কারণেই পেলে মিউজিয়াম দেখে এসেছি। না, আমি ব্রাজিলের ভক্ত নই। আমি ভালো খেলা দেখার পিয়াসী।

এ সম্পর্কিত আরও পড়ুন মেসির | সমালোচনায় | তসলিমা | নাসরিন