আর্কাইভ থেকে ক্রিকেট

সাকিবের জোড়া শিকারে সাজঘরে রোহিত-কোহলি

সাকিবের জোড়া শিকারে সাজঘরে রোহিত-কোহলি
বোলিং করতে নেমেই জোড়া শিকারে রোহিত-কোহলিকে ফেরালেন সাকিব। তার ঘূর্ণি বল মিস করে বোল্ড হয়েছেন রোহিত। ৩১ বলে ২৭ রান করেন ভারত অধিনায়ক। এক বল পরেই সাকিবের শিকার বিরাট কোহলি। লিটনের ক্যাচ হয়ে কোহলি ফেরেন মাত্র ৯ রানে। রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ১০.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৪৯ রানে ব্যাট করছে ভারত। ক্রিজে নতুন দুই ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার ও কেএল রাহুল। নিজের দ্বিতীয় ওভারে প্রথম আঘাত করলেন মিরাজ। রিভার্স সুইপ করতে গিয়েছিলেন শিখর ধাওয়ান। কিন্তু পারেননি, বল গিয়ে লাগলো স্ট্যাম্পে। ধাওয়ানের বিদায়ে পতন হলো ভারতের প্রথম উইকেটের। ২৩ রানে প্রথম উইকেট হারিয়েছে ভারত। চোটের কারণে তামিম ইকবাল ছিটকে পড়ায় এই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। শুধু তামিম নন, চোটের কারণে আজ খেলতে পারছেন না পেসার তাসকিন আহমেদও। বাংলাদেশ দলের নিয়মিত টিম কম্বিনেশনে তাই বাধ্য হয়েই পরিবর্তন আনতে হচ্ছে। চোটের জন্য ভারত জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামিকে পাচ্ছে না ভারত। বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইবাদত হোসেন। ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ সেন।      

এ সম্পর্কিত আরও পড়ুন সাকিবের | জোড়া | শিকারে | সাজঘরে | রোহিতকোহলি