আর্কাইভ থেকে ফুটবল

রিয়াদে পৌঁছালো রোনালদো, সন্ধ্যায় অভ্যর্থনা জানাবে আল নাসর

রিয়াদে পৌঁছালো রোনালদো, সন্ধ্যায় অভ্যর্থনা জানাবে আল নাসর
সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিতে এরই মধ্যে রিয়াদে পৌঁছেছেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড খেলোয়ার ক্রিস্টিয়ানো রোনালদো। সোমবার তার ব্যক্তিগত বিমান রিয়াদের মাটি স্পর্শ করে। মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে চুক্তি করে ফুটবল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এখন সৌদি ক্লাব আল নাসের। মঙ্গলবার (৩ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ সংস্থা সৌদি গেজেট’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় সৌদি আরবের ক্লাব আল নাসর পাঁচ বারের ব্যালন ডি'ওর জয়ীকে প্রকাশ্যে আনবে। সিআর সেভেনকে আল নাসেরের হলুদ জার্সিতে দেখার জন্য রিয়াদের এম আর সুল স্টেডিয়ামের ২৫ হাজার দর্শক গ্যালারি উপচে পড়বে বলেই মনে করছেন ক্লাবের মুখপাত্র আল ওয়ালিদ। মঙ্গলবার রোনালদোর মেডিকেল টেস্ট ও প্রকাশ্যে আনার অনুষ্ঠান হয়ে গেলেই তাকে ম্যাচে নামানোর তৎপরতা শুরু হবে। বৃহস্পতিবার ঘরের মাঠে আল তাইয়ের বিরুদ্ধে লিগ টেবলের শীর্ষে থাকা আল নাসেরের হয়েই মাঠে নামতে পারেন প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা।
রোনালদো
রোনালদো
২০০৯ সালে রিয়াল মাদ্রিদ যেভাবে রোনালদোকে বরণ করেছিল ঠিক একইভাবে অনুষ্ঠান করবে আল নাসের। সৌদির ফুটবলে এর আগে জর্জ উইয়া, পেপ গুয়ার্দিওলা, খাবিরা তাদের ফুটবল জীবন শেষ করলেও এই দেশে আসা সবচেয়ে বড় তারকা রোনালদোই। তাই তিনি সই করার পরই ক্লাবের ব্র্যান্ড ভ্যালু আর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী আব্দুলআজিজ বিন তুর্কি বলেছেন, ‘রোনালদোর সৌদিতে আসা এই দেশের ফুটবলকে অন্য মাত্রায় পৌঁছে দেবে। এ বার সব ক্লাবই চেষ্টা করবে ইউরোপ, লাতিন আমেরিকার সেরা ফুটবলারদের আনতে।’  

এ সম্পর্কিত আরও পড়ুন রিয়াদে | পৌঁছালো | রোনালদো | সন্ধ্যায় | অভ্যর্থনা | জানাবে | আল | নাসর