আর্কাইভ থেকে লাইফস্টাইল

শ্যাম্পু গেছে ফুরিয়ে!

শ্যাম্পু গেছে ফুরিয়ে!
শীতকালে দূষণের পরিমাণ বেশি থাকার কারণে বাড়ি ফিরে চুলে শ্যাম্পু না করলেই নয়। চারপাশের ধুলো, ধোঁয়ায় চুলের হাল ক্রমশ খারাপ হতেই থাকে। তার উপর বাতাসে আর্দ্রতার পরিমাণ এত বেশি থাকে যে চুলে আঠালো ভাব চলে আসে। একদিন শ্যাম্পু করলে পরের দিনই দেখা যায়, চুলের অবস্থা যে কে সেই। বিশেষ করে যাদের মাথার ত্বক খুব তৈলাক্ত, শ্যাম্পু করা ছাড়া তাদের উপায় থাকে না। তবে বাজারচলতি শ্যাম্পুতেও মিশে থাকে রাসায়নিক নানা উপাদান। ফলে ঘন ঘন শ্যাম্পু করার ফলে চুলের হাল আরও শোচনীয় হতে থাকে। তবে শ্যাম্পুর কিছু বিকল্প ঘরোয়া উপায় আছে, যেগুলি ব্যবহার করলে শ্যাম্পুর মতোই সুফল পাবেন।

অ্যাপল সিডার ভিনিগার

ওজন ঝরাতে অ্যাপল সাইডার ভিনিগার দারুণ কার্যকর। ঠিক তেমনি মেদ ঝরানোর পাশাপাশি চুল পরিষ্কার রাখতেও এ ভিনিগার সাহায্য করে। [caption id="attachment_85485" align="alignnone" width="1024"]
শ্যাম্পু
শ্যাম্পু
অ্যাপল সিডার ভিনিগার[/caption] এ ভিনিগারে আছে অ্যান্টি-অক্সিড্যান্টের মতো উপাদান যা মাথার ত্বকের ময়লা, মৃত কোষ দূর করতে সাহায্য করে। খুশকির সমস্যা থাকলে এ ভিনিগার দিয়ে চুল ধুলে বেশ উপকার পাবেন।

লেবুর রস

শ্যাম্পু করতে গিয়ে দেখলেন বোতলটি খালি। কিন্তু শ্যাম্পু না করলেও চলবে না। তা হলে এখন উপায়? সোজা চলে যান রান্নাঘরে। একটু খুঁজলেই লেবু পেয়ে যাবেন। [caption id="attachment_85486" align="alignnone" width="1024"]
শ্যাম্পু
শ্যাম্পু
লেবুর রস[/caption] শ্যাম্পুর বিকল্প হিসাবে মাথায় মাখুন লেবুর রস। লেবুর রস খুশকির সমস্যা দূর করতেও দারুণ উপকারী। গরম পানিতে লেবুর রস মিশিয়ে তারপরেই ব্যবহার করুন। বেশি উপকার পাবেন।

অ্যালোভেরা জেল

ভিটামিন, মিনারেলস, এনজাইম, সেলিসাইলিক অ্যাসিড-সমৃদ্ধ অ্যালোভেরা শ্যাম্পুর বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন। মাথার ত্বকে জমে থাকা তেল, র‌্যাশ, ব্রণের জন্ম দেয়। অ্যালোভেরা এ সব কিছুর সমস্যা থেকে মুক্তি দেয়। [caption id="attachment_81873" align="alignnone" width="1024"]
শ্যাম্পু
শ্যাম্পু
অ্যালোভেরা জেল[/caption] এতে থাকা অ্যান্টি ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান চুলের যত্ন নেয়। শ্যাম্পুর পরিবর্তে চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল।

এ সম্পর্কিত আরও পড়ুন শ্যাম্পু | গেছে | ফুরিয়ে