মানুষের কাছ থেকে নতুন কৌশলে টাকা মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটছে। কারওয়ান বাজার এলাকায় মুঠোফোনে ছিনতাইয়ের ঘটনা শোনা যাচ্ছে প্রায়ই। আর সেটি শুরু হচ্ছে ধাক্কা দিয়ে।
রোববার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর কারওয়ান বাজারে এমন ঘটনা ঘটে এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত এক ব্যাক্তির সাথে।
ওমর ফারুক। কাজ করেন বেসরকারি প্রতিষ্ঠানে। তিনি যাচ্ছিলেন রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে দিয়ে। হঠাৎ তার বুক বরাবর ধাক্কা দেয় এক যুবক। ধাক্কার কারণ জানতে চাইলে ওমর ফারুকের সঙ্গে অযাচিত শব্দ উচ্চারণ করেন। গালি দেন। এরপর আরও দু-তিনজন ব্যক্তি জড়ো হন। তারাও ফারুকের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হন।
ওমর ফারুক বলেন, গত ২৩ জানুয়ারি আমি ওই প্রতিষ্ঠান থেকে রাত ৮টা ১০ মিনিটে বের হই। বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ একজন স্বেচ্ছায় আমার বুকের সঙ্গে ধাক্কা দেয়। আমি জানতে চাই, কী সমস্যা? ওই যুবক ‘দেখিনি’ বলে আমাকে সরি বলেন। এরপর এক ব্যক্তি আমাকে অযাচিতভাবে গালি দেন। থাপ্পড়ও মারেন। আমার পকেটে হাত দেন। আমাকে নিয়ে টানাহেচড়া শুরু করেন। আমাকে নার্ভাস করার চেষ্টা করেন। ওরা আমার নাকে-মুখে হাত দেওয়ার চেষ্টা করেন। আমার মনে হচ্ছিল, আমাকে অজ্ঞান করে ক্ষতি করার চেষ্টা করবে।’
ওমর ফারুক আরও বলেন, ‘একপর্যায়ে, আমার কাছে জানতে চান, আমি কোথায় চাকরি করি। বলি কোথায় চাকরি করি। তারপর তারা আমার কার্ডটি দেখার চেষ্টা করেন, দেখেনও। কার্ডটি দেখার পর তারা নরম হয়। সে সময় পাশ দিয়ে একজন পথচারী যাচ্ছিলেন। আমি তাকে ডেকে আমার দিকে আসতে বলি। তারপর আমি দ্রুত সেখান থেকে চলে আসি।’
তিনি বলেন, ‘অফিসের কার্ডটি দেখার পর তারা আমাকে চলে যাওয়ার পথ বের করে দিয়েছে বলে মনে হয়।’
ফারুক বলেন, ‘কিছুদিন আগে আমারই এক সহকর্মীর ফোন ছিনতাই হয়েছে। তারও কিছুদিন আগে আরেক সহকর্মীকে অজ্ঞান করে একটি ঘরে নিয়ে শারীরিক নির্যাতন করে ৪০ হাজার টাকা নিয়েছে। ছিনতাইকারীরা খুবই ভয়াবহ হয়ে উঠেছে কারওয়ান বাজারে।’
সোমবার (৩০ জানুয়ারি) তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, বোরাক টাওয়ারের ওখানে তাদের একটি টহল টিম রয়েছে। কারওয়ান বাজারের আশপাশে সব সময় তাদের টহল টিম থাকে। দেখা গেল, টহল টিম একপাশে রয়েছে; অন্যপাশে ছিনতাইকারীরা সক্রিয়। তবে, ইদানিং প্রায় ছিনতাইয়ের অভিযোগ পান তারা। থানায় এসেই অভিযোগ দেয় অনেকে। তারা অভিযান জোরদারের চেষ্টা করছেন।