আর্কাইভ থেকে এশিয়া

ভয়াবহ আকার ধারণ করছে অ্যাডিনো ভাইরাস

ভয়াবহ আকার ধারণ করছে অ্যাডিনো ভাইরাস
কোভিড, হাম রুবেলার পর ভারতে ভয়াবহ আকার ধারণ করছে অ্যাডিনো ভাইরাস। সাধারণত শিশুরাই এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। যার ফলে ভিড় হাসপাতালগুলিতে। ইতোমধ্যেই দেশটির সরকারি এবং বেসরকারি হাসপাতালে এই রোগে আক্রান্ত শিশুদের ভর্তির সংখ্যা বাড়ছে। পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। এই অবস্থায় সংক্রমণ রুখতে তৎপর হয়েছে স্বাস্থ্য দপ্তর। শনিবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। এদিন বিভিন্ন হাসপাতালের শিশুরোগ্য বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা। সেখানে অ্যাডিনো ভাইরাসের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। অভিভাবকদের পাশাপাশি হাসপাতাল এবং চিকিৎসকদেরও সতর্ক করা হয়েছে। সাধারণত কোভিডের মতোই নিঃশ্বাসের মাধ্যমে এই ভাইরাস ভেতরে প্রবেশ করে। তাই এই ভাইরাসের সংক্রমণ রুখতে মাস্ক পরা এবং দূরত্ব বিধি মেনে চলা সহ একাধিক নির্দেশিকা জারি করেছে। এছাড়াও, শিশুদের অভিভাবকদের বেশ কিছু পরামর্শ দেয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ। রাজ্য স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধান্ত নিয়োগী বাবা মায়ের উদ্দেশ্যে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। তিনি অভিভাবকদের ভিড় জায়গা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি বাস, ট্রেন সহ অন্যান্য পরিবহণে যেখানে ভিড় রয়েছে সেই সমস্ত জায়গায় শিশুদের মাস্ক পরাতে হবে বলে তিনি পরামর্শ দিয়েছেন। সাধারণত এই রোগের উপসর্গ হল জ্বর, সর্দি, কাশি এবং মাথা ব্যথা প্রভৃতি। তবে এটি হলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেই এই রোগ কমবে না, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অন্যদিকে, এই ভাইরাসের মোকাবেলায় হাসপাতালগুলিকেও নির্দেশ দেয়া হয়েছে। অক্সিজেনের জোগানের উপর নজরদারি চালানোর পাশাপাশি বেডের সংখ্যা বৃদ্ধি, অসুস্থ শিশুদের রেফার করা, পাশাপাশি আক্রান্তদের তথ্য অন্তর্ভুক্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই ভাইরাসে আক্রান্ত শিশুদের স্কুল নিয়ে গেলে সে ক্ষেত্রে অন্যান্য শিশুদের মধ্যেও এটি ছড়িয়ে পড়ার প্রবণতা থেকেই যাচ্ছে। তাই এ বিষয়ে শিশু অসুস্থ হলে স্কুলে না পাঠানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা। যদিও স্কুল শিক্ষা দপ্তরকে এখন এই বিষয়ে কোনও নির্দেশিকা দেয়া হয়নি। তবে সব মিলিয়ে এই রোগ নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর যে উদ্বিগ্ন তা নির্দেশেই বোঝা যাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ভয়াবহ | আকার | ধারণ | করছে | অ্যাডিনো | ভাইরাস