আর্কাইভ থেকে জাতীয়

তথ্য কমিশনার নিয়োগে বাছাই কমিটি গঠন করে প্রজ্ঞাপন

তথ্য কমিশনার নিয়োগে বাছাই কমিটি গঠন করে প্রজ্ঞাপন
তথ্য কমিশনের একজন কমিশনার নিয়োগের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট বাছাই কমিটি গঠন করেছে সরকার। তথ্য মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ‘তথ্য অধিকার আইন-২০০৯’ এর ধারা ১৪(১) অনুযায়ী তথ্য কমিশনের একজন কমিশনার নিয়োগের সুপারিশ দেয়ার জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি বাছাই কমিটি গঠন করা হলো। এতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে কমিটির সভাপতি করা হয়েছে। আর সদস্যরা হচ্ছেন- মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম এবং কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন। কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, গঠিত বাছাই কমিটি ‘তথ্য অধিকার আইন-২০০৯’ এর ধারা ১২(১), ১৪(৪) ও ১৫(৫) অনুযায়ী তথ্য কমিশনের একজন কমিশনার নিয়োগের জন্য সভায় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের ভিত্তিতে প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজন ব্যক্তির নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে।

এ সম্পর্কিত আরও পড়ুন তথ্য | কমিশনার | নিয়োগে | বাছাই | কমিটি | গঠন | করে | প্রজ্ঞাপন