আর্কাইভ থেকে ক্রিকেট

লিটনের ব্যাটিং দেখে চিন্তা করছিলেন প্রধানমন্ত্রী

লিটনের ব্যাটিং দেখে চিন্তা করছিলেন প্রধানমন্ত্রী
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এমন জয়ের দিনে ম্যাচের শুরু থেকেই খেলার খোজ রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এমনকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে একাধিকবার ফোনও করে নিয়েছেন খেলার খবর। লিটন দাসের চার-ছয় মারা দেখে প্রধানমন্ত্রীর মনে ভয় ছিল আউট হয়ে যাওয়ার। তাই তিনি ফোন করে পাপনকে বলেছেন এমন খেলার কারণ কি, পাপনও বুঝিয়েছেন ম্যাচের শেষের দিক বলেই এভাবে খেলছেন লিটন। জয়ের পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে  এসব কথা জানান বিসিবি বস। তিনি বলেন, 'একবার না, একাধিকবার (ফোন করে খোঁজ নিয়েছেন)। যখন লিটন দাস মেরে খেলছিল তখন উনি বলছেন- ‘এত ছয় মারতে গিয়ে আউট হয়ে যায় যদি!’ আমি বললাম, কোন সমস্যা নেই, আর কয়েকটা ওভার বাকি আছে। এখন মারতেই হবে।' এইরকম, খেলার মাঝখানেও ফোন করছিল। প্রতিটা বল বাই বল খেলা দেখেছে, এবং খেলা শেষ হবার পর আমাকে ফোন করেছিল, আমি বারান্দায় ছিলাম আওয়াজে শুনিনি। ভেতরে ঢুকে দেখলাম তার মিস কল, তো আমি আবার কল করেছি। এমন ঐতিহাসিক হয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত খুশি হয়েছেন জানিয়ে পাপন আরও বলেন, 'উনি (প্রধানমন্ত্রী) সকলকে অভিনন্দন জানিয়েছেন, প্রত্যেকদিনই জানান। খুবই খুশি, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত খুশি। ওটাই বলছিলেন যে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ, চিন্তাই করিনি। আমরাও করিনি।’  

এ সম্পর্কিত আরও পড়ুন লিটনের | ব্যাটিং | দেখে | চিন্তা | করছিলেন | প্রধানমন্ত্রী