আর্কাইভ থেকে উত্তর আমেরিকা

রুশ বিমানের আঘাতে মার্কিন ড্রোন ভেঙে কৃষ্ণসাগরে

রুশ বিমানের আঘাতে মার্কিন ড্রোন ভেঙে কৃষ্ণসাগরে
রাশিয়ার যুদ্ধবিমান সু-২৭ এর আঘাতে কৃষ্ণসাগরে একটি মার্কিন ড্রোন ভেঙে পড়েছে। সংঘর্ষের কারণে সামরিক ড্রোনটি ওড়ার অযোগ্য হয়ে সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।  এই ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। বুধবার (১৫ মার্চ) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন’র দেয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত জানা যায়। প্রতিবেদন বলছে, রুশ যুদ্ধবিমানের আঘাতে মার্কিন সামরিক ড্রোন বিধ্বস্তের ঘটনাকে 'বেপরোয়া' বলে উল্লেখ করেছে পেন্টাগন। অপরদিকে রাশিয়া জানিয়েছে মার্কিন ড্রোনের সঙ্গে রুশ যুদ্ধবিমানের সরাসরি সংঘর্ষ হয়নি। এক বিবৃতিতে ইউএস এয়ার ফোর্স জেনারেল জেমস হেকার বলেছেন, আমাদের এমকিউ-৯ ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমায় রুটিন অপারেশন পরিচালনা করছিল। তখন একটি রাশিয়ান বিমান তাকে আঘাত করে। ফলে এমকিউ-৯ বিধ্বস্ত হয় এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।' দুটি রুশ যুদ্ধবিমান এ ঘটনায় জড়িত ছিল বলে জানিয়েছে মার্কিন ইউরোপীয় কমান্ড। স্থানীয় সময় আনুমানিক মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ইউরোপীয় ওই কমান্ডার বলেন, সংঘর্ষের আগে রুশ যুদ্ধবিমানগুলো ড্রোনের ওপর জ্বালানি ফেলেছিল। এরপর বেপরোয়া, পরিবেশগতভাবে অস্বাস্থ্যকর এবং অ-পেশাদার উপায়ে এর সামনে উড়েছিল। পেন্টাগনের মুখপাত্র রাইডার বলেন, এই ঘটনায় রাশিয়ান জেটটি সম্ভবত ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু পরে এটি অবতরণ করেছে। জেটটি কোথায় অবতরণ করেছে তা তিনি বলতে পারেননি। মার্কিন যুক্তরাষ্ট্র নজরদারি এবং আক্রমণ উভয়ের জন্য এমকিউ-৯ ড্রোন ব্যবহার করে। দেশটি মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাসহ বিভিন্ন স্থানে ড্রোনগুলো ব্যবহার করেছে। ব্রিটেন এবং ফ্রান্সসহ অন্যান্য দেশগুলোও এই ধরনের ড্রোন ব্যবহার করে। এদিকে রাশিয়া যুক্তরাষ্ট্রের এমন দাবি অস্বীকার করেছে। তারা জানিয়েছে, ড্রোন বিধ্বস্তে রাশিয়া দায়ী নয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, 'তীক্ষ্ণ কৌশলের ফলে এমকিউ-৯ ড্রোনটি উচ্চতা হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর ফলে পানির সঙ্গে সংঘর্ষ হয়। রাশিয়ার দুটি যুদ্ধবিমানের সঙ্গে ওই ড্রোনের সংঘর্ষ হয়নি এবং কোনও অস্ত্র ব্যবহার করা হয়নি। রাশিয়ার বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে সামরিক অভিযানের জন্য রাশিয়া যে অস্থায়ী আকাশপথ তৈরি করা হয়েছে, ড্রোনটি তা লংঘন করছিল। ওই ড্রোন চিহ্নিত করার জন্য যুদ্ধ বিমান পাঠায় রাশিয়া। কিন্তু বাক বদল করতে গিয়ে এমকিউ–৯ ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ড্রোনটিকে 'অনুপ্রবেশকারী' উল্লেখ করে বলেছে যে, ড্রোনটি রাশিয়ার সীমান্তের দিকে যাচ্ছিল। তবে পেন্টাগন মুখপাত্র রাইডার সাংবাদিকদের বলেছেন, ড্রোনটি আন্তর্জাতিক জলসীমার উপরে কাজ করছিল। গেলো বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে মস্কো এবং ন্যাটো জোটের মধ্যে সরাসরি সংঘর্ষের আশঙ্কা বেড়েছে। তবে এতদিন এমন কোনও ঘটনা ঘটেনি। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র রাশিয়াকে আক্রমণাত্মক পদক্ষেপ নেয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন রুশ | বিমানের | আঘাতে | মার্কিন | ড্রোন | ভেঙে | কৃষ্ণসাগরে