আর্কাইভ থেকে ক্রিকেট

টাইগার পেসারদের আঘাতে চাপে লঙ্কারা

টাইগার পেসারদের আঘাতে চাপে লঙ্কারা
এশিয়া কাপে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে বোলিং করছে বাংলাদেশ। আজ (শনিবার) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হয় ম্যাচটি। খেলায় ষষ্ঠ ওভারে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন হাসান মাহমুদ। করুনারত্নেকে ফিরিয়ে দেন এই টাইগার পেসার। হাসান মাহমুদের পর জোড়া আঘাত হানেন শরিফুল। ৪০ রান করা পাথুম নিশানকা ও অর্ধশতক ছুঁয়ে ফেলা কুশল মেন্ডিসকে ফিরিয়ে দেন তিনি। শরিফুলের পর আঘাত হানেন তাসকিন আহমেদও। ১০ রান করা চারিথা আসালাঙ্কাকে ফিরিয়ে দেন তিনি। ১৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ঘুরে দাড়ানোর চেষ্টা করা লঙ্কান শিবিরে আবার আঘাত হানেন হাসান মাহমুদ। ১৬ বলে ৬ রান করা ধনঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়ে চাপে ফেলে দেন শ্রীলঙ্কাকে। ৩৭.১ ওভারে ১৬৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলেছে লঙ্কানরা।  

এ সম্পর্কিত আরও পড়ুন টাইগার | পেসারদের | আঘাতে | চাপে | লঙ্কারা