আর্কাইভ থেকে ক্রিকেট

৫ উইকেট শিকার করে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ

৫ উইকেট শিকার করে প্রথম দিন শেষ করলো বাংলাদেশ
প্রথম ইনিংসে বাংলাদেশের দেয়া মাত্র ১৭৭ রানের বিপরীতে খেলতে নেমে ব্যাটিং ব্যর্থতায় পড়েছে নিউজিল্যান্ডও। মাত্র ৪৬ রানেই হারিয়ে ফেলেছে ৫ উইকেট।  শেষ পর্যন্ত প্রথম দিন শেষে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ১২.৪ ওভার ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ৫৫ রান তুলেছে। বুধবার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্ল্যাক ক্যাপসের দুই ওপেনার ডেভন কনওয়ে (১১) ও টম লাথাম (৪) শুরুতে ফিরে যান। এরপর হেনরি নিকোলস (৪), কেন উইলিয়ামসন (১৩) ও টম ব্লান্ডেল (০) একে একে সাজঘরে হাঁটা দেন। বাংলাদেশের হয়ে ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন মিরাজ। আর ২৯ রানে নিয়েছেন ২ উইকেট শিকার করেছেন তাইজুল। এর আগে শুরুতে ব্যাট করতে নেমে ২৯ রানে ভাঙে জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়ের উদ্বোধনী জুটি। জাকির বিদায় নেওয়ার পরই ভাঙনের শুরু।  দলীয় ২৯ রানেই সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার জয়ও। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক অধিনায়ক মুমিনুল হকও ব্যর্থ হন। শান্ত ৯ ও মুমিনুল ৫ রান করে আউট হলে দলীয় রান ৫০ হওয়ার আগেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। পঞ্চম উইকেটে শুরুর চাপ সামলে অভিজ্ঞ মুশফিকুরকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখান তরুণ দিপু। কিন্তু ব্যক্তিগত ৩৫ রান করে প্রথম বাংলাদেশি হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন মুশফিক। এরপর মিরাজকে নিয়ে স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন দিপু।  তবে গ্লেন ফিলিপসের ঘূর্ণিতে ব্যক্তিগত ৩১ রানে সাজঘরে ফেরেন তরুণ এই ব্যাটার। তার ফেরার খানিক পর সোহানকেও বিদায় করেন ফিলিপস। এরপর লড়াইয়ে টিকে থাকা মিরাজকেও দলীয় ১৫০ রানের আগেই ফিরিয়ে দেন স্যান্টনার। ব্যক্তিগত ২০ রানেই প্যাভিলিয়নে ফেরেন মিরাজ। শেষ পর্যন্ত ৫৮ ওভারে ৮ উইকেটে ১৪৯ রান নিয়ে চা বিরতিতে যায় টাইগাররা। শেষ দিকে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তাইজুল ও নাঈম। কিন্তু দলীয় ১৫৪ রানে তাইজুল ফিরলে সেই আশাও ক্ষীণ হয়ে যায়। শেষ ব্যাটার হিসেবে টিম সাউদির বলে আউট হয়েছেন শরিফুল ইসলাম। এতে পেসারদের মান রক্ষা করা সাউদির একমাত্র উইকেটে ১৭২ রানেই থেমেছে বাংলাদেশ।        

এ সম্পর্কিত আরও পড়ুন ৫ | উইকেট | শিকার | করে | প্রথম | দিন | শেষ | করলো | বাংলাদেশ