দেশজুড়ে

দীর্ঘ তিন বছর পর অ্যাম্বুলেন্স সেবা চালু, স্বস্তিতে ফুলবাড়ীবাসী

দীর্ঘ তিন বছর পর অ্যাম্বুলেন্স সেবা চালু, স্বস্তিতে ফুলবাড়ীবাসী
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অ্যাম্বুলেন্সটি টানা তিন বছর পর চাল হওয়ায় রোগী-স্বজনসহ উপজেলাবাসীদের মাঝে স্বস্তি ফিরেছে। শুক্রবার দুপুর ২ টায় টানা তিন বছর থেকে গ্যারেজে তালাবদ্ধ থাকা অ্যাম্বুলেন্সটি চালু করেছেন হাসপাতাল কর্তপক্ষ। এ দিকে টানা তিন বছর থেকে অ্যাম্বুলেন্স সেবা থেকে বিরত রোগী-স্বজনসহ ফুলবাড়ীবাসীদের এক স্বস্তি ফিরেছে। এর আগে উপজেলাবাসী টানা তিন বছর ধরে চরম দুর্ভোগ নিয়ে অসুস্থ রোগীকে উন্নত চিকিৎসার জন্য বাধ্য হয়ে উচ্চ মূল্যে মাইক্রোবাস-প্রাইভেটকারসহ বেসরকারী অ্যাম্বুলেন্স ভাড়া করে কুড়িগ্রাম-রংপুর-মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিক -হাসপাতালে ছুঁটছেন রোগী ও স্বজনরা। অবশেষে শুক্রবার সেই কাঙ্খিত অ্যাম্বুলেন্সটি সচল হওয়ার সবার মাঝে খুশী জোয়ার বইছে। হাসপাতাল সুত্রে জানা গেছে, ২০২১ সালের ১৩ জানুয়ারী তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামছুন্নাহার তার বিরুদ্ধে একটি চুরির মামলা করে। দীর্ঘ শুনানীর পর আদালক তাকে বেকসুল খালাস দেন। পরবর্তীতে স্বাস্থ্য বিভাগ সমস্ত কাগজ পরীক্ষা-নিরিক্ষার পর স্বপদে কর্মস্থলে তাকে যোগদান করানো হয়। ফুলবাড়ী ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন জানান, অ্যাম্বুলেন্সটি চালুর দাবীতে অনেক আন্দোলন করা হয়েছে। কিন্তু মামলার জটিলতার কারণে চালক একাব্বর আলীকে দিয়ে অ্যাম্বুলেন্স চালার বিধান না থাকার কারণে টানা তিন বছর ধরে অ্যাম্বুলেন্সটি গ্যারেজেই পড়ে ছিল। চালক মামলা থেকে রায় পাওয়ায় শুক্রবার দুপুরে অ্যাম্বুলেন্সটি সেবা চালু হয়। এখন থেকে নিয়মিত অ্যাম্বুলেন্সসেবা পাবে ফুলবাড়ীবাসী এটা খুবই আনন্দের খরব । অ্যাম্বুলেন্স চালক একাব্বর আলী জানান, তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামছুন্নাহার আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক করে অন্যায় ভাবে আমার বিরুদ্ধে মামলা দিয়েছেন।সে মামলায় আমি নিদোষ বলে আদালত বেকসুল খালাস দিয়েছেন। তাই আমি যোগদান করেছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তী সাহা জানান, চালক একাব্বর আলঅ মামলা থেকে বেকসুল খালাস পেয়েছেন। আইন কোন বাধা নেই। তাই তিনি পূর্বের মতো কাজ চালিয়ে যাবেন। এখন ফুলবাড়ীবাসী নিয়মিতভাবে অ্যাম্বুলেন্স সেবা পাবেন। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন দীর্ঘ | তিন | বছর | অ্যাম্বুলেন্স | সেবা | চালু | স্বস্তিতে | ফুলবাড়ীবাসী